9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আগামী মাস থেকে ব্রিটিশ পাসপোর্টের ফি বাড়ছে

আগামী মাস থেকে সকল ধরনের নতুন পাসপোর্টের আবেদন এবং নবায়ন ফি বাড়বে। সরকার জানিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে সব ধরনের আবেদনকারীকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।

যুক্তরাজ্য থেকে করা সাধারণ আবেদন ফি ৭৫.৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৮২.৫০ পাউন্ড করা হচ্ছে। শিশুদের ৪৯ পাউন্ডের স্থলে দিতে হবে ৫৩.৫০ পাউন্ড।

পোস্টাল আবেদনের ক্ষেত্রে ফি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৮৫ পাউন্ডের স্থলে হবে ৯৩ পাউন্ড। শিশুদের জন্য ৫৮.৫০ পাউন্ডের জায়গায় দিতে হবে ৬৪ পাউন্ড।

 

সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ, চলছে এআই গবেষণা

যুক্তরাজ্যে মসজিদ ও ইমিগ্রেশন আইনজীবীদের উপর বাড়ছে সহিংস হামলা

কস্ট অফ লিভিং সাপোর্ট

নিউজ ডেস্ক