18.4 C
London
May 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আজ লন্ডনের কিংস ক্রস স্টেশনে জরুরি পরিস্থিতিঃ মুহূর্তের আতঙ্ক, যাত্রীদের দুর্ভোগ

আজ সকালে লন্ডনের ব্যস্ততম রেল হাব কিংস ক্রস স্টেশনে হঠাৎ করে জরুরি অবস্থা জারি করা হয়, যার ফলে সম্পূর্ণ স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্টেশনের অ্যালার্ম সিস্টেম চালু হলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সবাইকে স্টেশন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনার ফলে সেখানে মুহূর্তেই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড ও অন্যান্য জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিকভাবে পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা থাকলেও, পরে নিশ্চিত করা হয় যে অ্যালার্মটি মিথ্যা ছিল এবং কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এ ঘটনার পর পরবর্তীতে স্টেশন পুনরায় চালু করা হয়।

তবে এর মধ্যেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ন্যাশনাল রেল, ইস্ট কোস্ট মেইন লাইন ও লন্ডন আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন লাইনে ট্রেন চলাচলে বড় ধরনের বিলম্ব ঘটে। অনেকে স্টেশন ছেড়ে বিকল্প রুট বা স্টেশনের সন্ধান করতে থাকেন। বিশেষ করে ইউস্টন, লিভারপুল স্ট্রিট এবং ফারিংডনের দিকে যাত্রার চাপ বেড়ে যায়।

কী ঘটেছিল সংক্ষেপেঃ

সকাল ৯:৩০ মিনিটে কিংস ক্রস স্টেশনে অ্যালার্ম বাজে।

নিরাপত্তাজনিত কারণে স্টেশন ফাঁকা করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করে।

এতে শত শত যাত্রীর পরিকল্পনায় বিঘ্ন ঘটে এবং বিশাল ট্র্যাভেল ডিলেতে পড়েন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা যাত্রীদের জন্য বিরক্তিকর হলেও নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে অ্যালার্ম সিস্টেম ও ইভাকুয়েশন ব্যবস্থাপনা আরও উন্নত করার তাগিদ দিচ্ছেন তারা।

যাত্রীদের জন্য পরামর্শঃ

সর্বশেষ আপডেট জানতে ন্যাশনাল রেল এনকোয়ারিজ ও TfL-এর অ্যাপ ব্যবহার করুন।

বিকল্প স্টেশন ও রুট বিবেচনায় নিন।

পূর্ব নির্ধারিত ট্রেন বা আন্তর্জাতিক ভ্রমণ থাকলে সংশ্লিষ্ট কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ মে ২০২৫

আরো পড়ুন

ব্রিটিশ শিশুরা অলসতায় বিশ্বসেরাঃ গবেষণা

বৃটেনে ইনোভেটর ফাউন্ডার ভিসার দুয়ার খুলছে বাংলাদেশিদের জন্যও

যুক্তরাজ্য ‘বিনিয়োগের জন্য দ্বিতীয় সর্বাধিক আকর্ষণীয় দেশঃ জরিপ