আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার পর প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডারের বরাত দিয়ে এ কথা জানায় রয়টার্স।
কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়ার পর তারা প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছেন।
আফগান সরকার অবশ্য তালেবানের প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণ নেওয়ার দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এর আগে তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে শহর ত্যাগ করেছেন বলে এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।
রোববার চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে—এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন।
আর অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে নাম এসেছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমদ জালালির। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
১৫ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক