7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

আমিরাত সফরে প্রথম ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন আইজ্যাক হ্যারজগ।

রোববার (৩০ জানুয়ারি) সকালে দুই দিনের সরকারি সফরে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি।

দুই দিনের সফরে আবুধাবি ও দুবাইয়ে যাবেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তিনি সফরে আবুধাবির যুবরাজ, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, দুবাইয়ের শাসক এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম ও অন্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

 

আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টায় উচ্চতর আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় সম্পর্ক জোরদার করতে আইজ্যাক হ্যারজগের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

এর আগে গত বছর ডিসেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফর করেন।

 

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত বিমানবন্দরে ইসরায়েলি প্রেসিডেন্ট হ্যারজগকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান। এ সময় হ্যারজগের সঙ্গে ছিলেন তার স্ত্রী ইসরাইলের ফার্স্টলেডি মিশেল হ্যারজগ।

 

৩০ জানুয়ারি ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

হজ ভিসায় নতুন নিয়ম আনল সৌদি আরব

সাধারণ পোশাকের কারণে বিড়ম্বনায় সুনাকের শ্বাশুড়ি

ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রো কর্মীদের বেতন নিয়ে ধর্মঘট