5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আশ্রয়প্রার্থীরা ইউরোপে বাড়তি চাপ তৈরি করতে পারেঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, অভিবাসন প্রক্রিয়ার বৈশ্বিক সংস্কারের বিষয়টি তিনি এগিয়ে নেবেন৷ যেভাবে আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে তা ইউরোপের কোথাও কোথাও বাড়তি চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি৷

ইটালিতে এক বক্তব্যে সুনাক বিশ্বব্যাপী আশ্রয় ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন৷ তিনি রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পুনর্বাসিত করতে তার সরকারের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন৷

ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির পার্টি ব্রাদার্স অফ ইটালি আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে মন্তব্য করেন সুনাক৷ তিনি সতর্ক করে বলেন, কোন কোন ‘শত্রু’ ইউরোপীয় সমাজে অস্থিরতা তৈরিতে ইচ্ছা করে অভিবাসীদের এখানকার উপকূলগুলোতে ঠেলে দিচ্ছেন৷

‘‘আমরা যদি সমস্যার মোকাবিলা না করি, তাহলে সংখ্যা কেবল বাড়তে থাকবে। এটি আমাদের দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে, ফলে যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন তারা তা থেকে বঞ্চিত হবেন,’’ বলেন সুনাক৷

‘‘যদি আমাদের আইন সংস্কার করতে হয় এবং অভিবাসন সংক্রান্ত যুদ্ধ-পরবর্তী কাঠামো সংশোধন করতে আন্তর্জাতিক সংলাপের দরকার হয়, তাহলে তা-ই করা উচিত,’’যোগ করেন তিনি৷

ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান এই বছরের শুরুর দিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক চুক্তি পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন৷ এই চুক্তি অনুযায়ী অত্যাচার ও নিপীড়ন থেকে পালিয়ে আসা অভিবাসীদের আশ্রয় দিতে স্বাক্ষরকারী দেশগুলো বাধ্য৷

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের উদ্যোগ বাস্তবায়নে এই বিধানটি সবচেয়ে বড় আইনি বাধা হয়ে দাঁড়িয়েছে৷

টিউনিশিয়ায় আটকে পড়া অভিবাসীদের বাড়ি ফেরার জন্য ব্রিটেন ও ইটালি শনিবার যৌথভাবে অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে৷ তবে কত টাকা দেয়া হবে তা জানানো হয়নি৷

গত মাসে ইটালি আলবেনিয়ার সাথে সেদেশে অভিবাসী আশ্রয়কেন্দ্র তৈরিতে সম্মত হয়েছে৷ তবে আলবেনিয়ার সর্বোচ্চ আদালত এই চুক্তিটি স্থগিত করে দিয়েছে।

রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর প্রক্রিয়া ফের চালু করতে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়৷ সুনাকের জরুরি বিলটি সংসদে ভোটে পাস হয়৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২০ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

আকিল মাহদী হত্যাকাণ্ডে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক

আবারও অ্যাম্বুলেন্স ধর্মঘট: শঙ্কিত এনএইচএস

করোনা ভাইরাস নিয়ে প্রচলিত গুজব