14.1 C
London
April 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ দ্বিগুণ

sea

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর৷

 

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর অর্থাৎ গত শুক্রবার পর্যন্ত মোট ১৬ হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷ গত বছর, ২০২০ সালে, এ সংখ্যা ছিল আট হাজার ৪০০৷ সেই হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে৷

 

আফ্রিকার ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই এমন বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালায়৷ সেসময় প্রায়ই নৌকাডুবির ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়৷

 

গত রোববার, যুক্তরাজ্যের সীমান্তরক্ষীরা নারী ও শিশুসহ অনেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির ডোভার বন্দরে নিয়ে আসে৷ সেদিন সকাল আটটা ধেকে দুপুর র্পযন্ত সময়ের মধ্যে প্রায় ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে জানা গেছে৷

 

গত মাসে ইরিত্রিয়ার ২৭ বছরের এক অভিবাসনপ্রত্যাশী চ্যানেলে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিহত হন৷ তার আগে গত বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে ইরান থেকে আসা একটি কুর্দিশ পরিবার সাথে থাকা এক শিশুসহ নৌকাডুবিতে নিহত হয়৷

 

এমন বিপজ্জনক পথে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা থামাতে কাজ করছে সরকার৷

 

দেশটির ক্ল্যান্ডেস্টাইন চ্যানেল কমান্ডার ডান ও’ম্যাহোনি জানান, বিপজ্জনক পথে সমুদ্র পাড়ি দেওয়া ঠেকাতে সরকার বদ্ধ পরিকর৷ পরিস্থিতি খুব জটিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘অভিবাসন বিষয়ে সরকারের নতুন আইন শুধুমাত্র দীর্ঘ মেয়াদে চলমান আইনের সমস্যাগুলো কাটাবে এবং ইংলিশ চ্যানেলে অপরাধী ও নিহতের ঘটনা ঠেকাতে সহায়ক হবে৷

 

সূত্র: ইনফো মাইগ্রেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১

আরো পড়ুন

ভাড়ার কারণে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করলো সিএনজি চালকরা, সিলেটে প্রতিবাদ (ভিডিও)

অনলাইন ডেস্ক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশি সাংবাদিকদের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান

ঝড়ের মুখে রানওয়ের উপর টালমাটাল বিমান যেভাবে অবতরণ করল!