4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ইংল্যান্ড বনাম ইতালি: টিভি চ্যানেল বা ফ্রি লাইভ স্ট্রিম, কোথায় কিভাবে দেখবেন

ইংল্যান্ড নাকি ইতালি, কে জিতবে ইউরোর শিরোপা? এই জল্পনা আপাতত বাদ দিয়ে, দেখে নেওয়া যাক ইউরো কাপ ২০২০-র ফাইনাল ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

 

লন্ডন সময়: ১১ জুলাই (রোববার) রাত ৮টা

বাংলাদেশ সময়: সোমবার (আসলে রোববার মাঝরাত) রাত ১টা।

 

কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম (লন্ডন)।

 

কিভাবে সরাসরি উপভোগ করবেন:

ম্যাচটি ওয়েম্বলি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন প্রায় ৬০ হাজার সৌভাগ্যবান। তবে বিশ্বের সবার জন্য জনপ্রিয় সব স্পোর্টস চ্যানেল ছাড়াও অনলাইনে বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যাবে ম্যাচটি।

 

টেলিভিশন: যুক্তরাজ্যের দর্শকদের জন্য ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিবিসি ওয়ান (BBC One) ও আইটিভি (ITV)

বাংলাদেশ ও বাংলাভাষী দর্শকদের জন্য বাংলায় ধারাভাষ্য উপভোগের সুযোগ দিচ্ছে সনি-সিক্স।

 

লাইভ স্ট্রিম: যুক্তরাজ্যের দর্শকরা ম্যাচটি অনলাইনে ফ্রি দেখার সুযোগ পাচ্ছেন বিবিসি আই-প্লেয়ার (BBC iPlayer) এবং আইটিভি হাব (ITV Hub) ওয়েবসাইটে।

 

নিউজ আপডেট: ম্যাচের এক্সক্লুসিভ নিউজ আপডেটের জন্য চোখ রাখুন টিভিথ্রি বাংলার নিউজ পোর্টালফেসবুক পেইজে

 

অন্যান্য অনলাইন লাইভ স্ট্রিম:

 fuboTV (FREE TRIAL), ESPN+SlingAT&T TVHulu + Live TV (FREE TRIAL), YouTube TV (FREE TRIAL).

 

১১ জুলাই ২০২১
এনএইচ

আরো পড়ুন

কোভিড পরিস্থিতিতে বিপদ বাড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য

অনলাইন ডেস্ক

ফাইজারের টিকা নিলেন সৌদি বাদশাহ সালমান

করোনায় বিপর্যস্ত উরুগুয়ের জাতীয় ফুটবল