8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউকেতে প্যারেন্টাল সুপারভিশনের নতুন টুল নিয়ে এসেছে ইনস্টাগ্রাম

যুক্তরাজ্যের কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন প্যারেন্টাল সুপারভিশন টুল প্রবর্তন করছে ইনস্টাগ্রাম। এরমাধ্যমে অভিভাবকরা তাদের প্রোফাইল তত্ত্বাবধান করতে, দৈনিক ব্যবহারের সীমা নির্ধারণ করতে, তারা কাকে ফলো করে এবং কে তাদের ফলো করে তা দেখতে পাবেন৷

 

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই টুলগুলো চালু করা হয়েছিল। এখন প্রথমবারের মতো যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে এর সুবিধা প্রসারিত হচ্ছে।

 

নতুন এই ফিচারের মাধ্যমে সাথেঅভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট তত্ত্বাবধান শুরু করার জন্য একটি আমন্ত্রণ পাঠাতে সক্ষম হবেন এবং একবার এটি গ্রহণ করা হলে অভিভাবকরা তাদের সন্তান কতক্ষণ অ্যাপটিতে চালাতে পারবে তার দৈনিক সীমা নির্ধারণ করতে সক্ষম হবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য সময়সূচী করতে পারবেন।

 

এই টুলের মাধ্যমে অভিভাবকরা দেখতে সক্ষম হবেন যে তাদের সন্তান কাকে অনুসরণ করে এবং কে তাদের অনুসরণ করে। কিশোর যখন প্ল্যাটফর্মে একটি পোস্ট করবে তখন সেই তথ্যও পৌঁছাবে।

 

ইনস্টাগ্রাম নিশ্চিত করেছে, সন্তানের বয়স ১৮ হওয়ার পর এই টুলের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়।

 

ইনস্টাগ্রাম বলছে, কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার আরও নিরাপদ করতে এই টুল যুক্ত হয়েছে।

 

১৪ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

গ্রিনল্যান্ডে এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা: গবেষণা

যুক্তরাজ্যের বার্মিংহামে ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী

বাংলাদেশসহ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক