11.9 C
London
April 28, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউক্রেনীয় শরণার্থীদের আরো ১৮ মাস থাকতে দেবে ব্রিটেন

ইউক্রেনীয় শরণার্থীদের ভিসার মেয়াদ আরো ১৮ মাস বাড়ানো হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার অভিবাসন মন্ত্রী টম পার্সগ্লোভ একটি বিবৃতিতে বলেন, “ভিসার মেয়াদ বৃদ্ধির নতুন প্রকল্পে ইউক্রেনীয় শরণার্থীদের ভবিষ্যতের নিশ্চয়তা রয়েছে৷ যদিও যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের জন্য নিশ্চয়তা বজায় আছে৷ যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষদের আমরা নিরাপদ আশ্রয় দেয়ার কাজ অব্যাহত রাখব৷”

২০২২ সালের মার্চ থেকে দুই লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী যুক্তরাজ্যে এসেছেন৷ তাদের প্রথম ভিসার মেয়াদ শেষ হবে আগামী বছরের মার্চ মাসে৷

রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন থেকে পালিয়ে আসা শরনার্থীরা ২০২৫ সালের শুরুতে যুক্তরাজ্যে থাকার আবেদন করতে পারবে৷ এ ছাড়াও কাজ করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার অব্যাহত থাকবে৷

পার্সগ্লোভের কথায়, “সারা দেশে পরিবারগুলো নিজেদের বাড়িতে ইউক্রেনীয়দের থাকতে দিয়েছেন৷ তাদের হৃদয় ইউক্রেনের জনগণের জন্য উন্মুক্ত৷ ব্রিটিশরা অসাধারণ উদারতা দেখিয়েছেন৷ যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়েছেন তারা।’’

ইউক্রেনীয় শরনার্থীদের জন্য ব্রিটেনে দুটি প্রকল্প রয়েছে। একটা হলো, যাদের পরিবার ইতোমধ্যেই যুক্তরাজ্যে আছে৷ অন্যটা হলো, যুদ্ধ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের থাকতে দিতে পারেন ব্রিটিশরা৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রায় দুই লাখ ৮৩ হাজার ইউক্রেনীয় শরণার্থী ভিসার মেয়াদবৃদ্ধির কারণে সুবিধা পাবেন৷

১২ ফেব্রুয়ারি পর্যন্ত, হোমস ফর ইউক্রেন স্কিমের অধীনে এক লাখ ৪৩ হাজার ৪০০ জন এবং ইউক্রেন ফ্যামিলি স্কিমের অধীনে ৫৬ হাজার ৭৮০ জন নথিভুক্ত রয়েছেন। ‘ইউক্রেন ফ্যামিলি স্কিম’ এবং ‘ইউক্রেন এক্সটেনশন স্কিম‘-এর আওতায় আরো ৩১ হাজার ৪০০ জন ইউক্রেনীয়ের মেয়াদবৃদ্ধির জন্য আবেদন মঞ্জুর করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, হোমস ফর ইউক্রেনের অধীনে, শরণার্থীদের সাহায্য বা স্পন্সর করা পরিবারগুলো প্রথম বছরের জন্য মাসে ৩৫০ পাউন্ড (৪১০ ইউরো) এবং দ্বিতীয় এবং তৃতীয় বছরে মাসিক ৫০০ পাউন্ড (প্রায় ৫৮৬ ইউরো) করে পায়৷

ইউক্রেনীয় দূতাবাসের দায়িত্বে থাকা ( চার্জ ডি অ্যাফেয়ার্স) এডুয়ার্ড ফেস্কো বলেছেন, যুক্তরাজ্যের ইউক্রেনকে সমর্থনের “স্পষ্ট সংকেত” এই ঘোষণা।

দ্য গার্ডিয়ান পত্রিকা লিখেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়তা দিলেও একাধিক দাতব্য সংস্থা বলেছে, এ জাতীয় পদক্ষেপগুলো অপর্যাপ্ত কারণ অনেক শরণার্থী গৃহহীন হয়ে পড়েছেন যুক্তরাজ্যে৷

এই পত্রিকায় বলা হয়েছে, ব্রিটিশ রেড ক্রসের একটি প্রতিবেদন নভেম্বরে সতর্ক করেছে, ইউক্রেনীয়রা দীর্ঘমেয়াদী আবাসন খুঁজছেন৷ প্রয়োজনীয় সহায়তা পেতে রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। ব্রিটিশ রেড ক্রসের প্রতিবেদন অনুযায়ী, ছয় হাজার ২২০টি ইউক্রেনীয় পরিবার এই আর্থিক বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যে গৃহহীন সহায়তার জন্য আবেদন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন করে ভিসার মেয়াদবৃদ্ধির জন্য আবেদন করতে টাকা লাগবে কি না তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানায়নি৷ তবে বর্তমানে প্রকল্পের জন্য কোনো টাকা লাগে না৷

এই সপ্তাহান্তে, সরকার ইউক্রেনীয়দের ‘স্পনসর’-এর জন্য ব্রিটিশ পরিবারগুলোকে সাহায্য করতে আবেদন করেছে। গৃহহীনতার ঝুঁকির মুখে রয়েছেন এমন ইউক্রেনীয়দের জন্য আর্থিক সহায়তা পর্যালোচনা করতে সরকারকে অনুরোধ করে একটা বার্তা পাঠিয়েছে স্থানীয় সরকার অ্যাসোসিয়েশন (এলজিএ)।

ইউক্রেনের সামরিক বাহিনীতে সহায়তা করতে ব্রিটেন কয়েক হাজার ড্রোন সরবরাহ করবে বলেও জানিয়েছে৷

ইউক্রেন এবং অন্যান্য মিত্রদের নিরাপত্তা সহায়তা প্যাকেজের জন্য মার্কিন আইন প্রণেতাদেরকে ৯৫ বিলিয়ন ডলার অনুদানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেন৷ যদিও দেশটির রক্ষণশীল প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অগ্রাধিকার খাতগুলোর একটি অভিবাসন কমানো। এমনকি নিয়মিত অভিবাসনও কমিয়ে আনতে চান তিনি৷

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের অন্যতম কারণ ছিল অভিবাসন ইস্যু৷ কিন্তু তারপরেও অভিবাসন ইস্যুতে কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে পারেনি দেশটি৷ ফলে নিয়মিত অভিবাসন, অনিয়মিত অভিবাসনের হার বেড়ে যাওয়া, জনসেবার উপর চাপ তৈরি হওয়ার মতো বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে যুক্তরাজ্যের রাজনীতিতে৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ডাকবিভাগে যুক্ত হচ্ছে ড্রোন সেবা

যুক্তরাজ্যে উচ্ছেদ করা যাবে না কোনো ভাড়াটেকে

হোম সেক্রেটারির পদ ছাড়লেন সুয়েলা ব্র্যাভারম্যান

অনলাইন ডেস্ক