0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

ইতালিতে সাগর পেরিয়ে ১২ হাজারেরও বেশি বাংলাদেশি

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় এক লাখ ৫৩ হাজার অভিবাসী৷ সমুদ্র পথে আসা অভিবাসীদের শীর্ষ দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশিরা।

সমুদ্রপথে চলতি বছরের অভিবাসী আগমনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বছরের শুরু থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ইতালির উপকূলে এসে পৌঁছেছেন এক লাখ ৫২ হাজার ৮৮২ জন অভিবাসী, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি৷

২০২২ সালে মোট ৯৫ হাজার ৭৫৮ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে এসেছিলেন৷ অপরদিকে, ২০২১ সালে ভূমধ্যসাগর পার হয়ে এসেছিলেন ৬৩ হাজার ৬২ জন৷

মন্ত্রণালয়ের পরিসংখ্যানে অভিবাসীদের শীর্ষ ১০ দেশের তালিকাও প্রকাশ করা হয়েছে৷ যাদের মধ্যে প্রথম স্থানে আছেন আফ্রিকার দেশ গিনি থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা৷ দেশটি থেকে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ১৮ হাজার ১৬৪ জন৷

তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ তিউনেশিয়া৷ প্রেসিডেন্ট কাইস সাইদের কর্তৃত্ববাদী শাসন ও দারিদ্রতা থেকে পালিয়ে ইটালিতে এসেছেন ১৭ হাজার ৭৩ জন অভিবাসী৷

আফ্রিকার আরেক দেশ আইভরি কোস্ট আছে তৃতীয় নম্বরে৷ দেশটির ১৫ হাজার ৯৭২ জন নাগরিক এ বছর ইটালির বিভিন্ন উপকূলে সমুদ্র পাড়ি দিয়ে এসেছেন৷

বছরের শুরু থেকে অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও ছিলেন আলোচনায়৷ লিবিয়া থেকে অনেক বাংলাদেশি ইটালির পথে যাত্রা করেন৷ এরই ধারাবাহিকতায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা৷ মোট ১২ হাজার ১০০ জন বাংলাদেশি ভূমধ্যসাগরের বিপদ সংকুল পথ পেরিয়ে ইটালিতে আসতে সক্ষম হন৷

তালিকার পাঁচ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় দেশ সিরিয়া৷ এছাড়া ছয় নম্বরে আছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো৷ দেশটিতে এ বছর সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে৷

দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে সাত নম্বরে৷ ২০২৩ সালে মোট সাত হাজার ৫৬৫ জন পাকিস্তানি নাগরিক ইটালিতে এসেছেন৷ এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন৷

শীর্ষ ১০ দেশের তালিকার বাকি দুই দেশ আফ্রিকার দেশ মালি ও সুদান। এছাড়া তালিকার বাইরে ৪১ হাজার ৪৬৮ জন অভিবাসী অন্যান্য দেশগুলো থেকে চলতি বছর ইতালিতে এসেছেন৷

এম.কে
০৪ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ১৪ সেপ্টেম্বর আয়োজিত হতে যাচ্ছে বিনোদন, প্রদর্শনী, নেটওয়ার্কিং ইভেন্ট

নিউজ ডেস্ক

সাইপ্রাসে বাংলাদেশি অভিবাসী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক

সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক