12.2 C
London
April 26, 2024
TV3 BANGLA
Uncategorized

ইতালি ফিরতে পারবেন বাংলাদেশিরা

ইতালি সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে আর পুরোপুরি লকডাউন জারি করা হবে না।

সুতরাং, যেসব বাংলাদেশি নাগরিকের পরিবার-পরিজন, স্বামী-স্ত্রী কিংবা সন্তান ইতালিতে রয়েছে তারা সহজেই প্রবেশ করতে পারবেন দেশটিতে। আর অন্যদের ক্ষেত্রে তাদের নিজ নিজ  কর্মক্ষেত্রে তার প্রয়োজনীয়তার কথা ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে।

তবে সবারই জন্য ইতালিতে প্রবেশ করতে হলে একটা ঘোষণাপত্রে নিজের কর্মস্থান, যেখানে  ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন সেই স্থানের বিবরণ, নিজের বাসার ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ করে এয়ারপোর্টে জমা দিতে হবে। অনলাইনেও পূরণ করা যাবে তথ্যপত্র।

এসময়ের মধ্যে যাদের ইতালিতে রেসিডেন্ট পারমিট মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করতে হবে। আর তাতে ভোগান্তিতে পড়তে পারেন অনেক প্রবাসী।

ইতালির সরকারের সর্বশেষ ঘোষণায় প্রধানমন্ত্রী জোসেফ কন্তে ও পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও ইতালি ভ্রমণ ও আগামী দিনে লকডাউন এর মতো কর্মসূচিতে সরকারের চিন্তার কথা জানিয়েছেন।

কোভিড-১৯ এর জন্য বাংলাদেশে আটকা পড়েছেন প্রায় ১২ হাজার ইতালি প্রবাসী। এদের অধিকাংশ গত বছর শীতের মৌসুম শুরু হওয়ার আগে অক্টবরে কিংবা ডিসেম্বরের দিকে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। তাদের ফেরার কথা ছিল শীত শেষ হওয়ার পর কিংবা বসন্তকালে।

গ্রীষ্মের শুরুতেই ইতালিতে প্রয়োজন হয় অতিরিক্ত শ্রমিকের। আর সেই মৌসুমী শ্রমিকদের একটা বিরাট অংশ বাংলাদেশিরা। বিশেষ করে পর্যটনশিল্প এলাকাগুলোতে বাংলাদেশিদের কাজের ক্ষেত্র।

গ্রীষ্ম ও পর্যটনকে কেন্দ্র করে ইতালিতে রয়েছে প্রায় ১৬ হাজারেরও বেশি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত অনেকেই বাংলাদেশি।  তাদের মধ্যে একটা বিরাট অংশ রীতিমতো শীতকাল শুরু হলে বাংলাদেশে যান এবং শীত শেষ হলে ইতালিতে ফিরে এসে নিজের কাজে যোগ দেন।

১১ সেপ্টেম্বর ২০২০
সূত্র: সময় টিভি

আরো পড়ুন

ভ্যাকসিন নিয়ে ‘আন্তর্জাতিক উদ্বেগ’ ভিত্তিহীন দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস আমাদের মাঝে চিরকাল থাকবে!

অনলাইন ডেস্ক

আমার মা’কে কিভাবে এদেশে আনতে পারি? Law with N Rahman