21.6 C
London
July 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইভি বিপ্লবে ব্রিটেনের বড় বাজিঃ অটোমোবাইল শিল্পে ২.৫ বিলিয়ন পাউন্ডের ‘DRIVE35’ ঘোষণা

যুক্তরাজ্যের (ব্রিটেন) সরকার দেশটির অটোমোবাইল (গাড়ি) শিল্পকে শূন্য-নির্গমন বা ‘জিরো এমিশন’ (Zero Emission) যানবাহনের দিকে রূপান্তরের জন্য ২.৫ বিলিয়ন পাউন্ডের ‘ড্রাইভ ৩৫’ (DRIVE35) কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন হবে আগামী এক দশকে, যার মাধ্যমে হাজার হাজার উচ্চদক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং যুক্তরাজ্য বৈদ্যুতিক যানবাহন নির্মাণে বিশ্বনেতা হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

সরকারের এই নতুন কর্মসূচি দেশটির আধুনিক শিল্প কৌশল বা ‘ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি’-র অংশ। ড্রাইভ ৩৫ প্রকল্পের আওতায় ২০৩০ সাল পর্যন্ত ২ বিলিয়ন পাউন্ড মূলধনী অর্থায়ন এবং ২০৩৫ সাল পর্যন্ত অতিরিক্ত ৫০০ মিলিয়ন পাউন্ড গবেষণা ও উন্নয়ন বা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (Research & Development – R&D)-এ বরাদ্দ থাকবে।

এই দীর্ঘমেয়াদি আর্থিক প্রতিশ্রুতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিয়োগের আস্থা তৈরি করবে, উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহ দেবে এবং ব্যাটারি, ইভি (ইলেকট্রিক ভেহিকেল – Electric Vehicle) এবং তাদের যন্ত্রাংশ সরবরাহ চেইনে মূলধন প্রবাহ বাড়াবে।

বর্তমানে যুক্তরাজ্যের অটোমোবাইল শিল্প দেশের অর্থনীতিতে বছরে ২১.৪ বিলিয়ন পাউন্ডের অবদান রাখছে এবং এতে প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ সরাসরি কর্মরত, যাদের অনেকেই উচ্চদক্ষ ও উচ্চবেতনের পেশায় নিযুক্ত। ২০২৪ সালে যুক্তরাজ্য ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ইভি বাজারে পরিণত হয়েছে, যেখানে এক বছরে ৩৮২,০০০ এর বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে।

ব্রিটিশ বাণিজ্য সচিব জনাথন রেনল্ডস বলেন, “আমরা ব্রিটিশ গাড়ি নির্মাতাদের সামনে এগিয়ে আনতে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এই উদ্যোগ নিচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ট্রেড চুক্তি, বিদ্যুৎমূল্য হ্রাস এবং জিরো এমিশন গাড়ির জন্য হালনাগাদ নীতিমালার মতো সিদ্ধান্তগুলো আমাদের ‘প্ল্যান ফর চেইঞ্জ’-এর অংশ।”

সরকারের ঘোষণার অংশ হিসেবে মোট ৩০০ মিলিয়ন পাউন্ড সরাসরি বিনিয়োগ দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে বল্টন শহরে জাপানের ‘আস্তেমো লিমিটেড’ (Astemo Ltd.) ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করবে, যা ২২০টি উচ্চমূল্যের চাকরি সৃষ্টি করবে। অন্যদিকে, ওয়েস্ট মিডল্যান্ডসে মার্কিন প্রতিষ্ঠান ‘ডানা’ (Dana) ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগে ১০০টির বেশি চাকুরি নিশ্চিত করবে।

যুক্তরাজ্যের মোটর নির্মাতা ও ব্যবসায়ী সংগঠন ‘এসএমএমটি’ (SMMT)-এর প্রধান নির্বাহী মাইক হাওস এই কর্মসূচিকে যুগান্তকারী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ড্রাইভ ৩৫ একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা এই খাতে বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহ দেবে এবং ব্রিটেনকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে।”

ড্রাইভ ৩৫ তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ করবে—
১. ট্রান্সফরমেশন (Transformation): বড় মাপের মূলধনী প্রকল্পে সহায়তা
২. স্কেল আপ (Scale-Up): ব্যবসার সম্প্রসারণ ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ফিজিবিলিটি স্টাডি
৩. ইনোভেশন (Innovation): গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা

এই কর্মসূচির আওতায় নতুনভাবে তিনটি ধরনের আরঅ্যান্ডডি প্রকল্পে অর্থায়ন দেওয়া হচ্ছে—

*মোবিলাইজ (Mobilise): ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ইভি এবং অটোমেটেড প্রযুক্তিতে সহায়তা

*কোলাবোরেট (Collaborate): যৌথ প্রকল্প যেখানে একাধিক কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলে পণ্য বা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে

*ডেমনস্ট্রেট (Demonstrate): যেসব কোম্পানি এখনো পণ্য উন্নয়নের প্রাথমিক পর্যায়ে আছে তাদের দ্রুত অগ্রগতিতে সহায়তা

সরকার ও বেসরকারি বিনিয়োগ মিলিয়ে ১৪০ মিলিয়ন পাউন্ড ইতিমধ্যে ৫০টির বেশি গবেষণা ও প্রযুক্তি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে ব্যাটারি, হালকা গঠন প্রযুক্তি, পাওয়ার ইলেকট্রনিক্স এবং শক্তি সঞ্চয়ের মতো ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সফল আবেদনকারীদের মধ্যে রয়েছে মার্সিডিজ (Mercedes), জাগুয়ার ল্যান্ড রোভার (Jaguar Land Rover), ফোর্ড (Ford), লেইল্যান্ড ট্রাকস (Leyland Trucks), এবং আরও বহু প্রতিষ্ঠান।

এই বিপুল অর্থায়নের মাধ্যমে ব্রিটেন আগামী এক দশকে হাজার হাজার চাকুরি সৃষ্টি, বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ আকর্ষণ এবং লক্ষ লক্ষ টন কার্বন নির্গমন হ্রাস করার প্রত্যাশা করছে। এই কর্মসূচি দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্ব বাজারে যুক্তরাজ্যের অবস্থানকেও আরও সুদৃঢ় করবে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

আইএলআর পেতে দেরি হওয়ায় ঋণ বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুসংবাদ

অনলাইন ডেস্ক

উচ্চশিক্ষায় ঋণ–নির্ভরতা, সংকটে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা

প্রথম আইনি চ্যালেঞ্জের মুখোমুখি প্রীতি প্যাটেলের রুয়ান্ডা পরিকল্পনা