9.1 C
London
April 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রুয়ান্ডানীতি বাস্তবায়নের জন্য সুয়েলা ব্র্যাভারম্যানের রুয়ান্ডা যাচ্ছেন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান এই সপ্তাহের শেষের দিকে রুয়ান্ডায় সফর করবেন বলে বিশ্বের গণমাধ্যমের মারফতে জানা যায়। তিনি রুয়ান্ডা গিয়ে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন যা ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সাবেক যুক্তরাজ্য সরকার প্রধান বরিস জনসনের সরকারের সময় এই বিষয় নিয়ে মূল আলোচনার সূত্রপাত হয় বলে জানায় বৃটিশ গণমাধ্যম।
গত বছর, যুক্তরাজ্য ১২০ মিলিয়ন পাউন্ড চুক্তির অংশ হিসাবে রুয়ান্ডায় যুক্তরাজ্যের এসাইলাম সিকারদের পাঠাতে সম্মত হয়েছিল। যদিও বিরোধিতা মুখে পড়ে চুক্তির ভিত্তিতে এসাইলাম প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো সম্ভব হয় নাই।
রুয়ান্ডার সাথে চুক্তি হ’ল ব্রিটেনের ইংলিশ চ্যানেল জুড়ে ছোট নৌকায় আগত আশ্রয়প্রার্থীদের আটক করা হলে তাদের নির্বাসনে রুয়ান্ডায় পাঠানো হবে, এমন জানান যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র।
এই সফরের সময় ব্র্যাভারম্যান রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগমের সাথে দেখা করবেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন।
সুয়েলা ব্র্যাভারম্যান এক বিবৃতিতে বলেন, “আমি এই সপ্তাহে রুয়ান্ডাতে যাচ্ছি অবৈধভাবে আগত লোকদের রুয়ান্ডায় প্রেরণের ব্যাপারে চুক্তিটি কার্যকর করার জন্য। যদিও চুক্তিটি গত বছরের এপ্রিলে ঘোষণা করা হয়েছিল, তবে প্রথম নির্বাসন বিমানটি ইউরোপীয় মানবাধিকার আদালতের আদেশের কারণে আটকে যায়।”
ডিসেম্বরে, লন্ডনের উচ্চ আদালত হতে একটি আইনী রায় দিয়ে চুক্তি কার্যক্রম স্থগিত করা হয়। এই চুক্তির বিরোধীরা এপ্রিল মাসে করা চুক্তিটি বাতিল চায় প্রয়োজনে তারা সুপ্রিমকোর্টে যাওয়ার হুমকি দেয়।
বেশ কয়েকটি আশ্রয়প্রার্থী এইড গ্রুপ এবং একটি সীমান্ত কর্মকর্তা ইউনিয়ন রুয়ান্ডার সাথে যুক্তরাজ্যের নির্বাসন চুক্তিটি বাতিল করার জন্য কাজ করে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী আশ্রয়প্রার্থীদের তাদের আশ্রয় দাবিগুলি রুয়ান্ডায় উপস্থাপন করতে হবে। যা নিয়ে বিভিন্ন এইড গ্রুপ প্রতিবাদ করেছে। তারা বলছে এটা হিউম্যান রাইটের বিরুদ্ধে নেওয়া একটা সিদ্ধান্ত। যা সভ্য সমাজ কখনও মেনে নিতে পারে না।
বিরোধী দলগুলি এবং দাতব্য সংস্থাগুলোর মতে, অভিবাসন সম্পর্কিত সরকারের পরিকল্পনাগুলি অনৈতিক ও অকার্যকর।
তারা আরও বলেছে,  ১৯৯৪ সালের গণহত্যা হওয়ার পর থেকে রুয়ান্ডা কোনও নিরাপদ গন্তব্য নয়। হিউম্যান রাইটস ওয়াচ  জনসাধারণের উদ্দেশ্যে একটি  চিঠি জারি করে সতর্ক করে দিয়েছিল যে, “রুয়ান্ডায় নির্দ্বিধায় বাকস্বাধীনতা, স্বেচ্ছাসেবী আটক, অসুস্থদের চিকিৎসা এবং নির্যাতন সহ” গুরুতর মানবাধিকারের অপব্যবহার অব্যাহত রয়েছে”।
গত বছর ছোট নৌকায় ব্রিটেনে আসার রেকর্ড পরিমানে বৃদ্ধি পাওয়ার পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক অবৈধ আশ্রয়প্রার্থীদের মোকাবেলা করাকে নিজের সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে নেন। তিনি বলেছেন, এর সমাধান খুঁজে পাওয়া তার সব কাজের মধ্যে অন্যতম অগ্রাধিকারযোগ্য।

আরো পড়ুন

যুক্তরাজ্যের সুনামধন্য পত্রিকার মালিকানা ঋণের চাপে বিক্রি

সহযাত্রীর গায়ে প্রস্রাব করে আমেরিকান এয়ারলাইন্সে নিষিদ্ধ ভারতীয় ছাত্র

২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে দক্ষিণ লন্ডনের দুটি কাউন্সিল

অনলাইন ডেস্ক