ইলফোর্ড ইসলামিক সেন্টারের বাইরে মুসল্লিদের উপর ডিম ও পাথর দিয়ে ‘আক্রমণের’ অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মে) রাত ১১ টার দিকে ইলফোর্ড রোড মসজিদের বাইরে এ ঘটনা ঘটে। মসজিদের পরিচালক ও সচিব আহমদ নওয়াজ বলেন, একটি সিলভার এস্টেটের গাড়ি থেকে তাদের উপর ডিম, পাথর ও অন্যান্য জিনিস নিক্ষেপ করা হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান হামলাকারি আনুমানিক ২০বছর বয়সী মাথা কামানো একজন শেতাঙ্গ। গাড়ীতে আরও তিনজন যাত্রী ছিলেন।
আহমদ নওয়াজ বলেন, এরকম হামলার ঘটনা আগেও ঘটেছে, একারণে মসজিদের বাইরে প্রহরী রাখা হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো কাওকে গ্রেপ্তার করা হয়নি।
রেডব্রিজ অঞ্চলের পুলিশের দায়িত্বে থাকা গোয়েন্দা চিফ সুপারিনটেনডেন্ট স্টিফেন ক্লেম্যান বলেন, আমরা এই ঘৃণ্য অপরাধের রিপোর্টকে খুব গুরুত্বের সাথে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এরকম ঘটনা সহ্য করা হবে না এবং ঐ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
সূত্র: ইলফোর্ড রেকর্ডার
৬ মে ২০২১
এসএফ