9.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করলেন মুসলিম জুডো খেলোয়াড়রা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অত্যাচার-নিপীড়নের প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইসরায়েলি খেলোয়াড়োদের বয়কট করছেন মুসলিম খেলোয়াররা। চলমান অলিম্পিক গেমসে ইসরায়েলি জুডো খেলোয়ারকে বয়কট করার পর, এবার বুলগেরিয়াতে অনুষ্ঠিত এক প্রতিযোগিতাতেও একই কাণ্ড ঘটতে দেখা যায়।

 

বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে শনিবার (৩১ জুলাই) প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয় এবং এতে একজন ইসরায়েলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় মিনিয়াতো ও তার কোচ মুহাম্মাদ আল-গারবি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন।

 

এর আগে চলতি অলিম্পিক গেমসের আসরে ইসরায়েলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মোহাম্মাদ আবদুর রসূল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেথি নুরাইন।

 

সুদান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও আলজেরিয়ার সঙ্গে দলদার ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।

 

অলিম্পিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরাইন বলেছেন, “অনেক পরিশ্রম করে আমরা অলিম্পিকে আসার সুযোগ পেয়েছি তবে এসবের চেয়ে অনেক বেশি বড় হলো ফিলিস্তিন ইস্যু।”

 

১ আগস্ট ২০২১
সূত্র: পার্সটুডে

আরো পড়ুন

জার্মানিতে বাতিল হওয়া এক তৃতীয়াংশ অ্যাসাইলাম আবেদন আদালতে সফল

উইল না থাকলে অপুত্রক বাবার সম্পত্তির উত্তরাধিকারী মেয়ে: ভারতের সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক

‘ব্রিটিশ গুয়ান্তানামো বে’ তৈরি করবে হোম অফিসের বর্ডার বিল