20.8 C
London
August 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইস্ট লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে শপিং ব্যাগে পাওয়া গিয়েছে নবজাতক শিশু

একটি নবজাতক বাচ্চা মেয়েকে শপিং ব্যাগের ভিতরে তোয়ালেতে মোড়ানো অবস্থায় ইস্ট লন্ডনের একটি পার্কে পাওয়া গিয়েছে। বাচ্চাটিকে একজন ডগ ওয়াকার সাব-জিরো তাপমাত্রায় পার্কে খুঁজে পায় বলে খবরে জানা যায়। প্যারামেডিকস না আসা পর্যন্ত শিশুটিকে উষ্ণ রেখেছিলেন ডগ ওয়াকার।

পুলিশ জানিয়েছে, শিশুটি হাসপাতালে ভর্তির পর বর্তমানে সুস্থ ও নিরাপদ আছে। পুলিশ কর্তৃপক্ষ মেয়ে শিশুটির মা’কে দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে।বৃহস্পতিবার ৯:১৫ মিনিটে গ্রিনওয়ে হাইস্ট্রিট সাউথে শিশুটিকে শপিং ব্যাগে পাওয়া যায়।

উল্লেখ্য যে, ২০১৯ সালের পর থেকে নিউহ্যামে এ নিয়ে তৃতীয়বার কোনো শিশুকে খুঁজে পাওয়া গেলো। ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে একটি মেয়ে শিশুকে পার্কে পাওয়া গিয়েছিল। তাছাড়া ২০২০ সালের জানুয়ারিতে নিউহ্যামের রাস্তায় একটি ছেলেকে পাওয়া যায়।

এম.কে
১৯ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনে গ্রিনহাউসে বাংলাদেশি সবজি চাষে বিপ্লবঃ তিন তরুণ উদ্যোক্তার সাফল্য

নিউজ ডেস্ক

ফ্রান্স-ব্রিটেনে মানবপাচার: ১১ বছরের দণ্ড এক পাচারকারীর

কনজার্ভেটিভ সরকারের আরো একজন মন্ত্রীর পদত্যাগের খবর