4.7 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

উইন্ডসর ক্যাসেলে রানির সঙ্গে জো বাইডেনের সাক্ষাৎ

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন উইন্ডসর ক্যাসেলে ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্টের জন্য গার্ড অব অনার এবং বিকেলে রানির সঙ্গে চায়ের আয়োজন করা হয়।

 

রোববার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়। ক্যাসেলে প্রবেশের আগে সামরিক সোভাযাত্রা পরিবেশিত হয়।

স্কাই নিউজ জানায়, বাইডেনের কাপে রানি নিজেই চা ঢেলে দেন। তারা কেক এবং স্যান্ডুইচ উপভোগ করেন।

 

সাক্ষাতের পর বাইডেন জানান, রানিকে দেখে নিজের মায়ের কথা মনে পরে যায় তার। এছাড়াও রানিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান বাইডেন।

 

কর্নওয়ালে জি-৭ শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনায় যোগ দেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা। এই সফরের শেষ অংশ হিসেবে রানির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন।

 

এর আগে শুক্রবার (১১ জুন) ইডেন প্রজেক্টে জি-৭ নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানেও রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাইডেন দম্পতি।

 

 

১৩ জুন ২০২১
আরআর
বিবিসি, স্কাই নিউজ

আরো পড়ুন

যুক্তরাজ্যে কেএফসির চিপসে মিলল লোহার স্ক্রু

নুহাইলা বেনজিনা বিশ্বকাপে হিজাব পরা প্রথম খেলোয়াড়

বাংলাদেশের করোনায় একদিনে ৭৭ জনের মৃত্যুর রেকর্ড