5 C
London
April 26, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ধসে গেল সেতু

বিশেষ প্রতিনিধি : জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু ধসে খালের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে। সেখানে নতুন করে আবার সেতু করা হবে।

 

সোমবার (০১ মার্চ) সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী শিশির রায়ের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে যায়। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন এলাকাবাসী।

 

মঙ্গলবার (০২ মার্চ) সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, আগামীকাল থেকে ধসে যাওয়া সেতু অপসারণের কাজ শুরু করা হবে। অপসারণ কাজ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স নতুন করে সেতুটির কাজ শুরু করবেন।

 

তিনি জানান, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে।

 

মোস্তাফিজুর রহমান জানান, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছিল।

জানা যায়, ২০২০ সালে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে জরাজীর্ণ সেতুগুলো ভেঙে ১১০ কোটি টাকা ব্যয়ে সাতটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স।

 

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরো জানান, নিম্নমানের সামগ্রী নয়, মেকানিক্যাল কারণে সেতুর গার্ডার ধসে গেছে। সেতুর মূল কাঠামোর কোনোরূপ ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডারগুলো বসিয়ে দেবে। তবে তাদের এ কাজের বিলও দেওয়া হয়নি।

 

প্রাক্কলন অনুযায়ী তাদের সঠিকভাবে কাজ করতে হবে। নতুবা বিল পাবে না।

 

০২ মার্চ ২০২১

আরো পড়ুন

ব্রেক্সিট নিয়ে আলোচনা চালিয়ে যেতে চান বরিস জনসন

তিস্তার জলের ভাগ চাইলেন আব্দুল মোমেন

লন্ডনে রাশিয়ান ওলিগার্কের প্রাসাদ দখল করে ‘ব্যালকনি বিক্ষোভ’