20.9 C
London
September 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিম খাবারের জন্য দিতে হবে ‘প্রি-বুক’

এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। গত রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু ও শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করবে না। তবে মুসলিমসহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফায়েড ‘মুসলিম খাবার’ প্রি-বুক করতে পারবেন।

আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।

এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল (MOML) নামে বিশেষ স্টিকার থাকবে।

নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রি-বুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যয়িত করা থাকবে। আর এসব প্রত্যয়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনাসহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে।’

এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, এয়ার ইন্ডিয়া সকল ধর্ম-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখবে। তবে নিরামিষভোজী কিছু যাত্রী এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।

এম.কে
১৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

৪০০ নাগরিক নিয়ে নতুন দেশ, প্রেসিডেন্টের বয়স ২০!

নিউজ ডেস্ক

‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র লেখা শনাক্ত করার সফট্ওয়্যার তৈরি করলো ওপেন এআই

নিউজ ডেস্ক

রোমানিয়ায় আটক ৮০০ অনিয়মিত অভিবাসী, ডিপোর্ট শতাধিক