6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

কাবাঘরে সামাজিক দূরত্বের বিধিনিষেধ প্রত্যাহার

সম্পূর্ণ সক্ষমতায় মুসল্লিরা সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরীফে প্রবেশ করতে পারছেন। একইসঙ্গে শ্রমিকদের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও আর রাখা হয়নি।

 

রোববার (১৭ অক্টোবর) থেকে সে দেশে জন পরিসরে মাস্ক পরিধান ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম তুলে নিয়েছে সৌদি প্রশাসন। করোনা সংক্রমণ সে দেশে কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত এসেছে।

 

সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মুল্লিদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে।

সংস্থাটির রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লিদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। ২০২০ সালে দেশটিতে বছর কোভিড-১৯ মহামারি দেখা দেওয়ার পর প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেছে।

 

এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদেরকে অবশ্যই করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে।

 

সৌদি আরবে করোনাভাইরাসে ৫৪৭,০০০ জনের বেশি আক্রান্ত এবং ৮,৭৬০ জন মারা গেছে।

 

১৭ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে হলিউডের তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ আসছে

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

গাড়ির নিচে আটকে পড়া নারীকে নিয়েই ছুটলেন চালক!

অনলাইন ডেস্ক