4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কার্ডিফে এক দিনে ৩০টি গ্রেগস দোকানে খেয়েছেন এক ব্যক্তি!

ওয়েলসের কার্ডিফে এক ব্যক্তি এক দিনে ৩০টি গ্রেগস দোকানে খেয়ে রেকর্ড গড়েছেন। ৫৫ বছর বয়সী মো উইলিয়ামস শিশুদের জন্য অর্থ সংগ্রহে ৩১ মাইল দৌড়ে সব দোকান ঘুরে খেয়েছেন।

অ্যাঙ্গেলসি থেকে আসা মো প্রায় ৩০ বছর ধরে নিউপোর্টে বসবাস করছেন এবং ১৯৯৭ সাল থেকে সেখানকার সিনেওয়ার্ল্ড সিনেমা হলে ম্যানেজার হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, “আমি দৌড় ভালোবাসি, গ্রেগসও ভালোবাসি — তাই এই দুইটাকে একসঙ্গে করে চ্যারিটির জন্য কিছু করতে চেয়েছি।”

সকালে ৬টায় পেন্টউইনের গ্রেগস থেকে শুরু করে সন্ধ্যা ৬টায় বিবিসি বিল্ডিংয়ের গ্রেগসে শেষ করেন তিনি। প্রতিটি দোকান থেকে একেকটি খাবার খান — যেমন সসেজ ব্যাপ, চিকেন বেক, ডোনাট, বিস্কুট ও ক্রোসাঁ।

এই উদ্যোগে এখন পর্যন্ত BBC Children in Need 2025 এর জন্য £২,২০০ এর বেশি অর্থ সংগ্রহ হয়েছে।

মো বলেন, “এই চ্যারিটির কাজ আমাকে অনুপ্রাণিত করেছে। এটা আমার কাছে এক দারুণ অভিজ্ঞতা ছিল।”

(সংবাদ সূত্র: Wales Online)

আরো পড়ুন

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের একজন সাংসদকে দল হতে বহিষ্কার

যুক্তরাজ্যে উইন্ডরাশ স্কিমে বঞ্চিত নারীর মামলায় হোম অফিসকে পুনর্বিবেচনার নির্দেশ