4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কোভিড-১৯ বিধি না মানায় লন্ডনে ৯ পুলিশ কর্মকর্তার জরিমানা

লন্ডনের একটি ক্যাফেতে করোনা ভাইরাসের বিধি ভঙ্গ করে খাবার খাওয়ায় নয় জন পুলিশ সদস্যকে জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ২০০ পাউন্ড করে জরিমানা দেয়ার আদেশ দিয়েছেন সাউথ ইস্ট বেসিক কমান্ড ইউনিটের সদস্যরা।

 

জানুয়ারি মাসের শুরুর দিকে দক্ষিণ-পূর্ব লন্ডনের গ্রিনউইচের একটি ক্যাফেতে এই পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্ম পরা অবস্থায় করোনা ভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন  করে একত্রে খেতে দেখেন জনসাধারণ। তাদের টহল গাড়িগুলি বাইরে দাঁড় করানো ছিল এবং একজন ছবি তুলে অনলাইনে তা পোস্ট করেন। পরে তাদের উপর তদন্ত করে ২০০ পাউন্ড জরিমানা করা হয়।

 

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। ক্যাফে এবং রেস্তোঁরাগুলিকে নিয়মের অধীনে থেকে কেবল টেকওয়ে পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 

পুলিশ চিফ সুপারিনটেনডেন্ট রব আটকিন, দক্ষিণ পূর্ব বিসিইউ কমান্ডার বলেন, পুলিশ অফিসারদের করোনা ভাইরাসের বিস্তার রোধে যে আইনটি চালু করা হয়েছে তা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং জনগণ আশা করে যে তারা তাদের মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করবে। পুলিশ অফিসারদের এই ধরণের ব্যাবহারে আমি হতাশ।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি), মেট কমিশনার ডেম ক্রেসিদা ডিক জনগণকে নিয়ম ভঙ্গকারীদের প্রকাশ করার আহ্বান জানান।

 

নিয়মকে অমান্য করার কারণে ক্যাফে কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।

 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

১ পাউন্ডে এসভিবি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি

ব্ল্যাকওয়াল টানেল টোল: সতর্ক করলেন যুক্তরাজ্যের সাংসদ

রানির স্বাস্থ্যের অবনতি, উদ্বিগ্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক