8.1 C
London
April 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সাবিনা হত্যা: এক সন্দেহভাজনের ছবি প্রকাশ

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসা হত্যার সাথে যোগসূত্র থাকতে পারে এমন একজনের পরিচয় চেয়ে ছবি প্রকাশ করেছে পুলিশ। মেট পুলিশ তাদের টুইটারে ছবি প্রকাশ করে লিখেছে, নিচের ছবির ব্যাক্তিকে ঘটনার দিন, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর কিডব্রোক পার্ক, যেখানে সাবিনার মরদেহ পাওয়া গেছে তার পাশের সড়ক পেগলার স্কয়ারে দেখা গিয়েছে। এই ব্যাক্তির পরিচয় নিশ্চিত হতে চায় পুলিশ।

https://twitter.com/metpoliceuk/status/1441118292169486344

উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিটে বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে বাসার পাশের পার্ক দিয়ে হেটে যাওয়ার সময় ২৮ বছর বয়সী স্কুল শিক্ষিকা ব্রিটিশ-বাংলাদেশি সাবিনা খুন হন। ১৮ সেপ্টেম্বর তার মরদেহ পাওয়া গেলেও ২০ সেপ্টেম্বর তার পরিচয় প্রকাশ করে পুলিশ। এরপর থেকে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ ঘোষণা দেয় সাবিনা অপরিচিত লোকের দ্বারা আক্রান্ত ও খুন হয়েছেন।

 

এদিকে, যুক্তরাজ্যে বিভিন্ন শহরে ৩ দিনে ৩ জন বাংলাদেশি খুন হয়েছেন। পরপর ৩ খুনের ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রথম খুনটি হয় ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে। কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে স্কটল্যান্ডের বাংলাদেশি মালিকাধীন একটি রেস্টুরেন্টের শেফ নিহত হয়েছেন।

 

২৪ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

 

আরো পড়ুন

ছাঁটাই হবে ৯০ হাজার সিভিল সার্ভিস কর্মী!

ভারতে যে ফাঁদে পড়ে মানুষ আত্মহত্যা করছেন, সেই ঋণের অ্যাপ বাংলাদেশে

ইংলিশ চ্যানেল নিয়ে খুব শিগগির কোনো সিদ্ধান্ত আসছে না!

অনলাইন ডেস্ক