বড়দিনের ছুটিতে বিশ্বব্যাপী ভ্রমণকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, এয়ারলাইনগুলো সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করায় এই ভোগান্তি।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে কর্মী সংকট থাকায় ক্রিসমাসে এবং ক্রিসমাসের আগের দিন প্রচুর ফ্লাইট বাতিল করে।
ফ্লাইট ট্র্যাকিং ফার্ম ফ্লাইট এওয়ার (FlightAware)-এর ওয়েবসাইটে দেখা যায়, ক্রিসমাসের আগের দিন বিশ্বে দুই হাজার ১৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে, যা সাধারণত ভ্রমণের জন্য একটি ভোগান্তির দিন হয়ে দাঁড়ায়।
তাদের প্রায় এক চতুর্থাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। ক্রিসমাসের দিন বিশ্বব্যাপী আরও এক হাজার ৭৭৯টি ফ্লাইট বাতিল হয়, এরসাথে আরও ৪০২টি রোববারের জন্য নির্ধারিত হয়েছে।
Airlines continued to cancel hundreds of flights Saturday as staffing issues tied to COVID-19 disrupted holiday celebrations. FlightAware, a flight-tracking website, noted 875 flights entering, leaving or inside the U.S. canceled.https://t.co/PbtItV3PMy
— The Associated Press (@AP) December 25, 2021
এসময় এয়ারলাইনগুলোর সোশ্যাল মিডিয়া ফিডগুলো হতাশ যাত্রীদের ছবি দিয়ে ভরে ওঠে।
২৬ ডিসেম্বর ২০২১
এনএইচ