4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

“খুব শিগগিরই ৪ ইঞ্চি বরফে ঢেকে যাবে লন্ডন”

কয়েকদিনের মধ্যে দক্ষিণ ইংল্যান্ডে চার ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানা গেছে। এতে দুর্ভোগ ও ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হচ্ছে।

 

খবরে বলা হয়, দেশটিতে আর্কটিক আবহাওয়া কমপক্ষে সাত দিন বিরাজ করবে। এই সময় শীতের পাশাপাশি ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। কুয়াশা’র পাশাপাশি তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) সোমবার পর্যন্ত ইংল্যান্ডের জন্য তৃতীয় স্তরের আবহাওয়ার সতর্কতা জারি করার পর এই কথা জানানো হয়।

 

রবিবারের জন্য জারি করা ২৪ ঘণ্টার একটি নতুন সতর্কতায় জানানো হয়, দেশের দক্ষিণে বেশ ব্যাপকভাবে তুষারপাত হতে পারে এবং এই তুষারপাত ১০ সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে।

 

পূর্বাভাসকারীরা বলছেন যে রাস্তা, ট্রেন এবং প্লেনে ভ্রমণ বিলম্বের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরফের উপর পিছলে আঘাতের সম্ভাবনা রয়েছে। এলাকাগুলো পাওয়ার কাটের সম্মুখীনও হতে পারে।

 

মেট অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন: ‘যুক্তরাজ্যে আগামী কমপক্ষে সাত দিন ঠাণ্ডা আবহাওয়া থাকবে এবং এটি আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

১০ ডিসেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

লন্ডনে এক দশকে সর্বোচ্চ পরিবহণ এবং কাউন্সিল কর

নিউজ ডেস্ক

পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

আয়ারল্যান্ড হতে আশ্রয়প্রার্থী ফিরিয়ে নেবে না যুক্তরাজ্যঃ ডাউনিং স্ট্রিট