17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে হাজারো মানুষের মিছিল

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে মিছিল করেছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলের জন্য আরো সহায়তার দাবিতে লন্ডনে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী সমাবেশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন দ্বারা আয়োজিত অনুষ্ঠানটি শহরের কেন্দ্রস্থল রাসেল স্কোয়ার হতে শুরু হয় এবং বিক্ষোভকারীরা মধ্য দুপুরে সমাবেশের জন্য ট্রাফালগার স্কোয়ারে মিলিত হয়।

একইসাথে অল্প সংখ্যক বিক্ষোভকারীও ইসরাইলের সমর্থনে পাল্টা প্রতিবাদের জন্য বেরিয়েছিল। পুলিশের লাইন দুটি সমাবেশকে আলাদা করে।

এদিকে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৫ হাজার ৯২ জন আহত হয়েছেন।

সূত্রঃ আল-জাজিরা

এম.কে
৩১ মার্চ ২০২৪

আরো পড়ুন

ব্রডব্যান্ড বিল বাঁচাতে অফকমের আহ্বান

‘ঝগড়া’ মিটমাট করতে একান্তে সাক্ষাত করবেন ডায়ানার দুই ছেলে

অনলাইন ডেস্ক

রাজপ্রাসাদে নিষিদ্ধ ঘোষিত হলেন প্রিন্স অ্যান্ড্রু