18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে হাজারো মানুষের মিছিল

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে মিছিল করেছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলের জন্য আরো সহায়তার দাবিতে লন্ডনে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী সমাবেশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন দ্বারা আয়োজিত অনুষ্ঠানটি শহরের কেন্দ্রস্থল রাসেল স্কোয়ার হতে শুরু হয় এবং বিক্ষোভকারীরা মধ্য দুপুরে সমাবেশের জন্য ট্রাফালগার স্কোয়ারে মিলিত হয়।

একইসাথে অল্প সংখ্যক বিক্ষোভকারীও ইসরাইলের সমর্থনে পাল্টা প্রতিবাদের জন্য বেরিয়েছিল। পুলিশের লাইন দুটি সমাবেশকে আলাদা করে।

এদিকে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৫ হাজার ৯২ জন আহত হয়েছেন।

সূত্রঃ আল-জাজিরা

এম.কে
৩১ মার্চ ২০২৪

আরো পড়ুন

ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অপারেশন ‘রেড মিটের’ নতুন শিকার

অনলাইন ডেস্ক

ইইউ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের চুক্তি প্রায় চূড়ান্ত

নিপীড়নের অভিযোগ: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী