TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

গাড়ি চালানোর অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপেলের ‘কারপ্লে’

এ বছরের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে প্রথম ঘোষণা করা হয়েছে, ২০২৩ সালে ‘কারপ্লে’ প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসছে অ্যাপেল। ফার্মটি প্রথমবারের মতো বিদ্যমান ড্যাশবোর্ড এবং ইউজার ইন্টারফেস প্রতিস্থাপন করে ডিজিটাল ড্যাশবোর্ডে একটি অভূতপূর্ব ডিজাইন এবং কাস্টমাইজেশন অফার করতে অটোমেকারদের সাথে কাজ করছে।

 

২০১৪ সালে চালু হওয়া কারপ্লে আইফোনের একটি এক্সটেনশন এবং একটি নতুন ইনফোটেইনমেন্ট স্ক্রীন হিসাবে কাজ করেছে। ধারণা করা হচ্ছে, নতুন সংস্করণটি এর থেকে অনেক বেশি এগিয়ে যাবে, বাজারের অন্যান্য গাড়ির ড্যাশবোর্ড স্ক্রীনগুলোকে প্রতিস্থাপন করবে৷

 

অ্যাপলের আপডেট করা কারপ্লে রিয়েল-টাইম ডেটা যেমন গতি, আরএমপি, টেকোমিটার, জ্বালানি, মাইলেজ, কুল্যান্টের তাপমাত্রা, তেলের চাপ এবং ট্রিপ দূরত্বের মতো রিয়েল-টাইম ডেটা প্রদর্শন করবে, এবং ড্যাশবোর্ডের নকশা কাস্টমাইজ করা সম্ভব হবে।

 

আবহাওয়া, স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল এবং ক্যালেন্ডারের মতো জিনিসগুলো কভার করার জন্য আইফোন উইজেটগুলো যুক্ত করাও সম্ভব হবে এবং আপডেট করা কারপ্লে উপযোগী প্রথম গাড়িগুলি ২০২৩ সালের শেষের দিকে উন্মুক্ত হবে৷

 

১ নভেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ লিমিটেড এডিশন মর্গেজ প্রোডাক্ট

ইংল্যান্ড ও ওয়েলসের স্থানীয় রাস্তাঘাটের জীর্ণদশা, আছে বাজেটের ঘাটতি

বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়নি রোববারও