ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারলো না দুবাই ও মাসকট থেকে আগত দুই বিমান। দীর্ঘক্ষণ আকাশে উড্ডয়নের পর দ্রুত তাদের অবতরণ করানো হলো কলকাতা বিমানবন্দরে।
জানা যায়, দুবাই থেকে ঢাকাগামী বিমান ইউ এস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২, বিমানটি রোববার সকালে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে এবং মাসকাট থেকে ঢাকাগামী সালাম এয়ারলাইন্সের ফ্লাইট ওভি-৩৯৭, বিমানটি ১৭৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু কলকাতা বিমানবন্দরে ইমারজেন্সি অবতরণ করে।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি স্বল্পতার কারণেই দীর্ঘক্ষণ ঢাকার আকাশে তাদের উড়িয়ে রাখার ঝুঁকি না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় কাছাকাছি কলকাতা বিমানবন্দরে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর পুনরায় জ্বালানি ভরে প্রায় দুই ঘণ্টার বেশি সময় যাত্রীসহ বিমান দুটি কলকাতা বিমানবন্দরের ট্যাক্সি বে তে অপেক্ষা করার পর ফের উড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
১৯ ডিসেম্বর ২০২২
সূত্র: সমকাল