চ্যানেল জুড়ে অভিবাসীদের চলাচল অব্যাহত রাখতে মানব পাচারকারীরা চীন থেকে ডিঙ্গি নৌকা আমদানি করছে।
ডেইলি মেইল রিপোর্টে জানিয়েছে, ক্রাইম গ্যাংগুলো ইউরোপের মূল ভূখণ্ডকে সুরক্ষিত করা কঠিন করে তুলেছে। তবে কর্তৃপক্ষ বৈধভাবে নৌকাগুলোকে সংরক্ষণ করার কারণে চোরাকারবারিরা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সির ডেভিড ফেয়ারক্লো বলেছেন: ‘উত্তর ইউরোপে ভাসমান নৌকা, সামুদ্রিক ইঞ্জিন এবং সরঞ্জাম সরবরাহ করা অনেক কঠিন হয়ে পড়েছে’।
তিনি আরও বলেন, আমরা পূর্ব ইউরোপে আমদানির আগে চীনে এগুলো কেনার প্রমাণও দেখেছি। তারা নিজেরাই নৌকা পাচার করছে। আমরা গত ১২ মাসে জাহাজের আকার বৃদ্ধিও দেখেছি যা সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলো চ্যানেল ক্রসিং বাড়াতে ব্যবহার করছে।
তিনি যোগ করেন, আমরা এখন প্রতি নৌকায় ২০ থেকে ২৫ জন অভিবাসী দেখতে পাচ্ছি, যখন ১২ থেকে ১৮ মাস আগে ছিল ১৫ জন।’
মানব পাচারকারীরা অভিবাসীদের সতর্ক করে আসছে যে, যুক্তরাজ্যের একটি নতুন ক্র্যাকডাউনের আগে তাদের পার হতে হবে। যার খরচ মাথাপিছু ২ হাজার পাউন্ড থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত বেড়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ