TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ছোট নৌকা নয়, ফেরিতেও বাড়ছে অবৈধ প্রবেশঃ যুক্তরাজ্যে কমন ট্রাভেল এরিয়া নিয়ে উদ্বেগ

ব্রিটেনে অবৈধ অভিবাসনের ছবি বলতে সাধারণত ইংলিশ চ্যানেলের ছোট নৌকার কথাই মনে পড়ে। কিন্তু এখন অবৈধভাবে প্রবেশের চেষ্টা চলছে আরও প্রচলিত রুট—ফেরি ও স্থলপথ ব্যবহার করেও। সাম্প্রতিক সময়ে ডাবলিন থেকে ওয়েলসের হলিহেড বন্দরের মধ্য দিয়ে অননুমোদিত প্রবেশ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে কর্তৃপক্ষের মধ্যে।

 

গত সপ্তাহে হলিহেড বন্দরে প্রবেশের চেষ্টা করার সময় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তিন রোমানিয়ান নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়। তাদের গাড়ি জব্দ করা হয়। এই অভিযান ছিল যুক্তরাজ্যের তিন দিনের এক বৃহৎ নজরদারি অভিযানের অংশ, যা চালানো হয় কমন ট্রাভেল এরিয়া (CTA) রুটে—যেখানে ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা অবাধে চলাচল করতে পারেন। এই অভিযানে মোট ৫১ জন সন্দেহভাজন অভিবাসন অপরাধী ও পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে ওয়েলসের এই বন্দরে ইতিমধ্যে ২২০টিরও বেশি অভিবাসন সংক্রান্ত ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৭৭ জনকে প্রবেশে বাধা দিয়ে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অনেকে বড় বিমানবন্দর যেমন হিথ্রো ও গ্যাটউইকে ফেরত পাঠানোর পর পুনরায় ডাবলিন হয়ে প্রবেশের চেষ্টা করছেন।

CTA হলো যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কিছু ক্রাউন নির্ভর অঞ্চলের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি, যার আওতায় নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি রয়েছে। তবে যাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ বা আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, তারা এর আওতায় অবাধে চলাচল করতে পারেন না। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সাধারণ অভিবাসন বিধিই প্রযোজ্য।

সাম্প্রতিক অভিযানে আরও ধরা পড়েছে গুরুতর অপরাধের ঘটনা। লিথুয়ানিয়ার এক নাগরিক, যিনি হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত হয়ে যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ ছিলেন, তাকে বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়। আয়ারল্যান্ডের কাউন্টি কিলডেয়ারে গার্ডা ন্যাশনাল ইমিগ্রেশন ব্যুরো এক বাড়িতে অভিযান চালিয়ে সংগঠিত অভিবাসন অপরাধের সঙ্গে সম্পর্কিত প্রমাণ জব্দ করেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের বর্ডার ফোর্স হলিহেড বন্দরে এক ট্রাক তল্লাশি করে ১৩,০০০ ইউরো (প্রায় £১১,৩৪০) সমমূল্যের সন্দেহজনক অপরাধমূলক অর্থ উদ্ধার করে, যা গোপনে লুকানো ছিল। একই অভিযানে £৩৩,০০০ মূল্যের অবৈধ তামাক ও সিগারেটও জব্দ করা হয়।

অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্য সরকার সীমান্ত নিরাপত্তা, আশ্রয় ও অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন আইনি ক্ষমতা প্রণয়নের খসড়া তৈরি করেছে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে প্রায় ৩৬,০০০ মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। যদিও এই সংখ্যা যুক্তরাজ্যের মোট অভিবাসনের তুলনায় তুলনামূলকভাবে ছোট।

প্রধান অভিবাসন কর্মকর্তা পল হার্ভে বলেন, “পুলিশ, বর্ডার ফোর্স এবং অভিবাসন কর্মকর্তাদের সমন্বিত অভিযানে সংগঠিত অভিবাসন অপরাধের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি হচ্ছে। অনেক অপরাধচক্র ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার CTA রুটকে কাজে লাগাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা নিয়মিত গাড়ি ও যাত্রীদের তল্লাশি করি, পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আয়ারল্যান্ড ও আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছি। বেলফাস্টে আমাদের একটি গোয়েন্দা সেল রয়েছে, যারা শিপিং ম্যানিফেস্ট ও যানবাহনের চলাচল বিশ্লেষণ করে সন্দেহভাজন রুট চিহ্নিত করে।”

পল হার্ভে আরও সতর্ক করে বলেন, “সংগঠিত অপরাধচক্র শুধু মানুষ নয়, মাদক, তামাক ও মদ পাচারেও এই রুট ব্যবহার করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকাল মানুষও অনেক সময় এসব পণ্যের মতো ‘পণ্যদ্রব্যে’ পরিণত হচ্ছে।”

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

বিতর্কের মুখে ব্রিটিশ রাজা চার্লস ও সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়াম

যুক্তরাজ্য এয়ারলাইন্স কোম্পানির অব্যবস্থাপনায় গ্রাহকেরা বিব্রত

সাক্ষাৎকার ছাড়াই প্রায় ১২০০০ জনকে আশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাজ্যে সরকার

নিউজ ডেস্ক