TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

জানুয়ারিতে রেমিটেন্স ১৯৬ কোটি ডলার

২০২০ সালের জানুয়ারির তুলনায় এ বছরের প্রথম মাসে ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি এসেছে প্রবাসী আয়। ২০২১-এর জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা ১৯৬ কোটি মার্কিন ডলার বা ১৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি অর্থ দেশে পাঠিয়েছেন।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়েও ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের কয়েক মাসের তুলনায় রেমিটেন্স কিছুটা কমেছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ প্রথমবারের মতো ৪৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

 

১ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক

Accountancy with Mahbub and co | 17 March 2021

অনলাইন ডেস্ক