12.3 C
London
May 5, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় চার ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে। সোমবার ১ জানুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ২১ মিনিটে ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।

এখনও সুনামির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গিয়েছে।

এখনো বড় ধরনের সুনামির ঝুঁকিতে রয়েছে ইশিকাওয়ার নোটো শহর। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই শহরে ৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে সোমবার জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। শুধু জাপান নয়, শক্তিশালী এই ভূমিকম্পের পর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ায় সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, গ্যাংওয়ান প্রদেশের মুখোর পূর্ব উপকূলে দেড় ফুট উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়েছে। এ ছাড়া ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সূত্রঃ সিএনএন

এম.কে
০২ জানুয়ারি ২০২৩

 

আরো পড়ুন

ধুমপান নিয়ে নিউজিল্যান্ড নতুন সরকারের ইউ-টার্ণ

বাল্টিমোরে সেতুতে ধাক্কা দেওয়া জাহাজের সব নাবিক ভারতীয়

মিয়ানমারে এক রাজ্যের রাজধানী দখলের পথে বিদ্রোহীরা