13 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জেরেমি কর্বিনের নেতৃত্বে একজোট হয়েছেন প্রো-প্যালেস্টাইনপন্থী সাংসদরা

যুক্তরাজ্যের স্বতন্ত্র সাংসদ জেরেমি নতুন রাজনৈতিক ফোরাম গঠনের জন্য চারজন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে আলোচনা শুরু করেছেন। খবরে জানা যায় সাংসদরা সকলেই প্রো-গাজা পক্ষের লোক।

জেরেমি কর্বিন হাউস অফ কমন্সে যৌথভাবে পঞ্চম বৃহত্তম দল প্রতিষ্ঠার জন্য এই কাজ শুরু করেছেন বলে জানা যায়।

ইতিমধ্যে গ্রিন পার্টি ও রিফর্ম পার্টির চেয়ে একধাপ এগিয়ে চিন্তা করছেন মিঃ কর্বিন। লেবার পার্টি হতে বহিষ্কৃত সকল সাংসদ মিঃ কর্বিনের সাথে একমতে থেকেই যুক্তরাজ্যের রাজনীতিতে পথ চলছেন বলে বিবিসির প্রতিবেদনে জানা যায়।

প্যালেস্তিনিপন্থী পাঁচজন সাংসদ মুসলিম অধ্যুষিত অঞ্চলে জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির প্রার্থীদের পরাজিত করেছিলেন, যারা মিঃ কর্বিনের সাথে যুক্ত হয়েছেন।

ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স জানায়, তারা তাদের নতুন প্ল্যাটফর্মটি দ্বি-শিশু বেনিফিট ক্যাপের সীমাটি বাতিল করার জন্য এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রচারণা করার জন্য কাজ করবে বলে জানিয়েছে।

মিঃ কর্বিন জানিয়েছেন,” আমাদের দরজা সর্বদা অন্যান্য সংসদ সদস্যদের জন্য উন্মুক্ত যারা শান্তিপূর্ণ বিশ্বে বিশ্বাসী।”

উল্লেখ্য যে, মিঃ কর্বিনের পাশাপাশি এই ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে শওকাত আদম, আয়ুব খান, আদনান হুসেন এবং ইকবাল মোহাম্মদ রয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

সমুচা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ সাংবাদিক

আকস্মিক বন্যার কবলে লন্ডন, বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্কতা

অনলাইন ডেস্ক

ব্রিটিশ পাসপোর্টে আসতে যাচ্ছে নতুন পরিবর্তন