5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ঝড় ইউনিসের কবলে ইউরোপে নিহত ১৩

ইউনিস ঝড় আঘাত হানার পর ইউরোপ জুড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়ায় পশ্চিম ইউরোপের যাতায়াত ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে।

 

ইউরোপের জরুরি পরিষেবা বিভাগগুলো জানিয়েছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও পোল্যান্ডে উপড়ে পড়া গাছপালা ও উড়ে আসা ধ্বংসাবশের নিচে চাপা পড়ে এসব মানুষ নিহত হয় ।

 

ইউনিস শুক্রবার আঘাত হানায় ইংল্যান্ডে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এতে বেশিরভাগ পরিবহন নেটওয়ার্ক ভেঙ্গে পড়ায় ও বিশৃঙ্খলা দেখা দেয়ায় ব্রিটেনের ট্রেন অপারেটররা পূর্বের সময়সূচি অনুসরণ করে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

 

ইউনিসের প্রভাবে নেদারল্যান্ডসের ট্রেন নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। ফ্রান্সের রেলযোগাযোগও ব্যহত হয় এবং প্রায় ৭৫,০০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

১৯৮৭ সালে ব্রিটেন ও উত্তর ফ্রান্সে ‘গ্রেট স্টর্ম’ আঘাত হানার পর সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে যুক্তরাজ্যে দেশব্যাপী প্রায় ৪ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার প্রথমবারের মতো লন্ডনের আবহাওয়া ‘লাল’ সতর্কতা জারি করে।

 

ব্রিটেনের আবহাওয়া পরিষেবা অফিস, শনিবার ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলের বেশিরভাগ এলাকার জন্য কম গুরুতর ‘হলুদ’ সতর্কতা জারি করে।

 

২০ ফেব্রুয়ারি ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

লন্ডনের দ্বিতীয় ভাষা বাংলা, আসলেই কি?

অনলাইন ডেস্ক

ফাস্ট হোম স্কিম

দাসত্বপ্রথা নিয়ে নেদারল্যান্ডসের রাজার ক্ষমা প্রার্থনা