14.9 C
London
March 26, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত

ভারতের টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গার্ডিয়ান জানায়, মহারাষ্ট্রের পালঘরের কাছে রোববার (৪ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মুম্বাইয় থেকে ১৩৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে জানায় মহারাষ্ট্র পুলিশ। এই দুর্ঘটনায় মিস্ত্রি (৫৪) ও তার এক বন্ধু নিহত হন।

 

২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তার বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছয় বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তার হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

 

৫ সেপ্টেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফিরতে নতুন আবেদন করেছেন শামীমা বেগম

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি বোমা হামলার ভিডিও

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচা: রেগুলেটেড বাই টু লেট মর্গেজ