TV3 BANGLA
বাংলাদেশ

ট্রাভেল পাস বিতর্কের মধ্যেই গুঞ্জনঃ আজই ঢাকায় আসতে পারেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার দাবি তুলছেন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সামাজিকমাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই এ বিষয়ে নানা আলোচনা–সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, মায়ের সংকটাপন্ন অবস্থায়  তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের দাবি।

তবে এসব দাবির বিপরীতে তারেক রহমান নিজেই সম্প্রতি ফেসবুকে জানান যে, তার দেশে ফেরা “তার হাতে নেই”। ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে আইনি ও রাজনৈতিক জটিলতা তার ফেরার পথে প্রধান বাধা—এমন ইঙ্গিতই উঠে আসে সেই স্ট্যাটাসে। বিষয়টি নতুন করে আলোচনা সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে।

এদিকে, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক মন্তব্যে জানান, প্রয়োজনে ট্রাভেল পাস চাইলেই দেওয়া হবে। এই মন্তব্য ঘিরেও তীব্র বিতর্ক শুরু হয়—নিজ দেশে ফিরতে কেন একজন নাগরিককে ট্রাভেল পাস নিতে হবে, সে প্রশ্ন জোরালো হয় সামাজিকমাধ্যমে। আইনগত অবস্থান, নাগরিক অধিকার এবং রাজনৈতিক ব্যাখ্যা—সব মিলিয়ে এ বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

গভীর রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন সাবেক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দাবি করেন—তারেক রহমান আজকের কোনো এক সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে চরম আগ্রহ তৈরি হয়।

সামাজিকমাধ্যমজুড়ে এখন একটাই আলোচনা—তারেক রহমান কি সত্যিই ফিরছেন? বহু মানুষ বিশ্বাস করছেন, তিনি দেশে ফিরলে খালেদা জিয়ার শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি হতে পারে। বিশেষ করে বিএনপি সমর্থক সাধারণ মানুষের বড় অংশ মনে করছেন—মায়ের পাশে ছেলের উপস্থিতি তাকে সুস্থতার দিকে এগিয়ে নেবে।

তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন যতই জোরালো হচ্ছে, রাজনীতিতে ততই বাড়ছে উত্তেজনা। সরকার, বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে প্রত্যাশা, গুঞ্জন ও অনিশ্চয়তার মধ্যে পুরো দেশ এখন তাকিয়ে আছে বিমানবন্দরের দিকে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

রাষ্ট্র সংস্কারে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ জয়

উড়োজাহাজের জ্বালানি সংকটে দেশ, মজুদ ফুরাচ্ছে কাল

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ