1 C
London
January 1, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার বছরের জেল

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণা ও অর্থপাচার মামলায় এ সাজা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

২৯ বছর বয়সী ফারুক ফাতিহ ওজ নামে ওই ব্যক্তি তুরস্কে ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী । অর্থপাচার, জালিয়াতি ও অপরাধমূলক কাজের মাধ্যমে গ্রাহকের দুই বিলিয়ন ডলার প্রতারণা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। তার সঙ্গে তার আরও দুই ভাকে সাজা দেওয়া হয়েছে।

ফারুক ফাহিত ওজ ২০২১ সালে বিনিয়োগকারীদের টাকা নিয়ে আলবেনিয়া পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে তুরস্কে ফেরত আনা হয়। এরপরই তার বিরুদ্ধে অর্থপাচার এবং প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

অর্থপাচার, জালিয়াতির দায়ে বিপক্ষের কৌঁসুলি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। আদতে যা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

৩০০ কোটি টাকা বিতরণ করতে চান এক কোটিপতি

নিউজ ডেস্ক

গ্রেফতারের পরক্ষণেই মুক্ত ট্র‍্যাম্প

ফ্রান্সে জোরালো হচ্ছে ‘ব্লক এভরিথিং’ আন্দোলন, ৮০ হাজার পুলিশ মোতায়েন