TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় প্রস্তুতির আহ্বান, নাগরিকদের রেডিও কিনে রাখতে বলল ব্রিটিশ সরকার

তৃতীয় বিশ্বযুদ্ধ, বৈশ্বিক মহামারি, ইন্টারনেট বিভ্রাট বা চরম আবহাওয়ার মতো জাতীয় সংকট মোকাবিলায় জনগণকে আগেভাগেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার বলছে, বর্তমান সময় একটি অনিশ্চয়তা ও হুমকির মুখে দাঁড়িয়ে আছে, যেখানে দেশকে চ্যালেঞ্জ জানানো শক্তির সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, ঘরে ব্যাটারিচালিত অথবা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন একটি রেডিও সংরক্ষণ করতে। এমন রেডিওর দাম মাত্র ৫ পাউন্ড এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি গুরুত্বপূর্ণ বার্তা জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে।

সরকার জানায়, গাড়ির রেডিও ব্যবহার করা গেলেও সংকটকালে ঘরে অবস্থান করাই বেশি নিরাপদ। তাই ব্যক্তিগত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘প্রিপেয়ার’ নামে চালু হওয়া সরকারি ওয়েবসাইটে নাগরিকদের জন্য একটি চেকলিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে—প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ব্যাটারিচালিত টর্চ, পোর্টেবল পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বোতলজাত পানি, টিনজাত খাবার, এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগেই ঘরে মজুত রাখতে হবে।

সরকার আরও জানিয়েছে, কয়েক দিনের জন্য যদি বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, অথবা বাসায় আটকে পড়তে হয়, কিংবা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়—তবে কী কী জিনিস দরকার হতে পারে, তা আগে থেকেই পরিকল্পনা করা উচিত।

হঠাৎ ঘর ছাড়তে হলে জরুরি জিনিসপত্র যেন না ফেলে যেতে হয়, এজন্য নাগরিকদের একটি ‘গ্র্যাব ব্যাগ’ প্রস্তুত রাখতে বলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ নথি, ওষুধ, খাবার, পানিসহ প্রয়োজনীয় সবকিছু সহজে বহনযোগ্যভাবে রাখতে বলা হয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য, জাতির সামনে বড় কোনো সংকট এলে জনগণ যেন আতঙ্কিত না হয়ে সচেতন, সংগঠিত এবং প্রস্তুত থাকে।

সূত্রঃ প্রিপেয়ার

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে শীতকালীন জ্বালানি ফান্ড প্রায় লাখ টাকা সহায়তা দিচ্ছে সরকার

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

ফ্রড বা জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার