8 C
London
February 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ক্যাপটেন শহরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

 

নিহতরা হলেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আয়ুব আলী খানের ছোট ছেলে সুলাইমান খান (৩২) ও ডামুড্যা পৌরসভার ২ নং ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামের মৃত শওকত আলীর তালুকদারের একমাত্র ছেলে নাঈম তালুকদার (২৮)।

 

পরিবারের সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে জীবনের তাগিদে সাউথ আফ্রিকা যান সোলায়মান খান। ৭ বছরে দেশে আসেননি তিনি। অন্যদিকে ৩ বছর আগে পরিবার নিয়ে ভালো থাকার আশায় পাড়ি জমান নাঈম তালুকদার। দুইজনে একই দোকানে কাজ করতেন। গত রবিবার স্থানীয় সময় সাড়ে ৩ টায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিন বন্ধু। এ সময় ক্যাপটেন শহরের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় সোলায়মান। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাঈম। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সিয়াম নামের অরেক বন্ধু।

 

নাঈম তালুকদারের ফুফাত ভাই মাসুম সরদার বলেন, নাঈমের বড় বোন হালিমা তার পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকা থাকেন। আজ বেলা ১২টায় মুঠোফোনে নাঈমের মৃত্যুর খবর জানান তিনি।

 

১০ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ট্যাক্স ফাঁকি দিতেই কী নিজেকে ‘নন-ডমিসাইল’ দাবি করলেন সুনাকের স্ত্রী?

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবনতি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া