এই সপ্তাহে যুক্তরাজ্যের কিছু এলাকায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অর্ধ মাসের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে মেট অফিস। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ওয়েলস, হেরেফোর্ডশায়ার ও হ্যাম্পশায়ারের কিছু অংশে হলুদ আবহাওয়া সতর্কতা কার্যকর হবে, যা পুরো ২৪ ঘণ্টা বলবৎ থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় ৪০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ডার্টমুর ও দক্ষিণ ওয়েলসের পার্বত্য এলাকায় এই পরিমাণ ৬০—৮০ মিমিতে পৌঁছাতে পারে—যা ডিসেম্বরের গড় মাসিক বৃষ্টির অর্ধেকেরও বেশি।
এলাকাগুলোতে ইতোমধ্যে জমে থাকা পানির কারণে যেকোনো অতিরিক্ত বৃষ্টিপাত ভ্রমণকে কঠিন করে তুলতে পারে এবং সড়কে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ইংল্যান্ডে এক ডজনেরও বেশি এবং স্কটল্যান্ড ও ওয়েলসে আরও তিনটি বন্যা সতর্কতা কার্যকর রয়েছে।
উত্তর আয়ারল্যান্ডের জন্যও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আলাদা হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এতে ভারী বর্ষণ ও অস্বাভাবিক আবহাওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।
মেট অফিসের ডেপুটি চিফ মেটিওরোলজিস্ট স্টিভেন কিটস জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে একটি গভীর নিম্নচাপ যুক্তরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে, যা সোমবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে আসতে পারে। তিনি বলেন, নিম্নচাপটির সঠিক পথ ও তীব্রতা এখনো অনিশ্চিত হওয়ায় সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
তিনি সবাইকে সর্বশেষ মেট অফিসের আপডেট অনুসরণ করার আহ্বান জানান, কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং নতুন সতর্কতা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মেট অফিস জানিয়েছে, ডিসেম্বরের বাকি সময়ও অস্থির আবহাওয়া বজায় থাকবে। তবে ক্রিসমাস সপ্তাহের নির্দিষ্ট আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখনই খুব তাড়াহুড়ো করা হবে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে

