2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষ অভিবাসী কর্মীদের ব্লু-কার্ড প্রাপ্তি সহজ হচ্ছে সুইডেনে

শিগগিরই উচ্চ দক্ষতার অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্লু-কার্ড পাওয়ার শর্তগুলো সহজ করে দিচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন৷ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসা হাইলি স্কিলড বা উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ব্লু-কার্ড দেয় সদস্য দেশগুলো৷

আগামী ২৭ নভেম্বর এ সংক্রান্ত পরিবর্তন নিয়ে প্রস্তাবনা দেবে সুইডিশ সংসদ সদস্যরা৷ ২৮ নভেম্বর এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে৷

পার্লামেন্টের অনুমোদন পেলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে৷

স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, চলতি মাসের শেষে পার্লামেন্টে অভিবাসন আইনের যে নতুন পরিবর্তনগুলো আসবে সেটির লক্ষ্য সুইডেনের ইইউ ব্লু-কার্ডকে বিদেশি উচ্চ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা৷

ইইউ ব্লু কার্ড নিয়ে নতুন আইন অনুমোদিত হলে আগামী বছর থেকে এটি পেতে সুইডেনে আবেদনকারী ব্যক্তিদের জন্য ন্যূনতম বেতনের শর্ত কমিয়ে আনা হবে৷

ব্লু-কার্ড পেতে একজন ব্যক্তিকে বর্তমানে সুইডেনের মাসিক মোট গড় বেতনের দেড় গুণ (পাঁচ হাজার ১৬৫ ইউরো) বেতনের একটি চাকরির শর্ত পূরণ করতে হয়৷

নতুন প্রস্তাবিত নিয়মের অধীনে এটি কমিয়ে ১.২৫ গুণ কমিয়ে (চার হাজার ৩০৪ ইউরো) করা হবে৷ এছাড়া বর্তমানে উচ্চ দক্ষতার বিদেশিদের নিজ সেক্টরে বেতনের শর্ত পূরণ করে নূন্যতম এক বছরের চাকরির চুক্তির শর্ত দেখাতে হয়৷ আগামীতে এটার মেয়াদকাল কমিয়ে ছয় মাস করার চিন্তা করছে স্টকহোম৷

এছাড়া নতুন রেসিডেন্স পারমিটের আবেদন না করেই ইইউ ব্লু-কার্ডধারীদের একটি চাকরি থেকে অন্য চাকরিতে স্থানান্তরের অনুমতিও দেওয়া দেওয়া হবে৷

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, যেসব দক্ষ অভিবাসীদের অন্য ইইউ দেশের ব্লু-কার্ড রয়েছে তারা ১৮০ দিনের মধ্যে ৯০ দিন পর্যন্ত সুইডেনে কাজ করতে পারবেন৷ এমন ব্যক্তিরা যেন সহজ প্রক্রিয়ায় সুইডিশ ইইউ ব্লু কার্ড পেতে পারেন সেটির লক্ষ্যে একটি সহজ প্রক্রিয়া চালু করা হবে৷

সুইডিশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটি ইইউ ব্লু-কার্ডের প্রক্রিয়াকরণের সময়ও সংক্ষিপ্ত করবে৷ যাতে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়৷ বর্তমানে ব্লু কার্ড ইস্যু করার প্রক্রিয়া ৯০ দিন সময় লাগে, সেটি কমিয়ে ৩০ দিনে আনতে চায় সুইডিশ কর্তৃপক্ষ৷

প্রক্রিয়াকরণের সময় সংক্ষিপ্ত করে সুইডিশ কর্তৃপক্ষ উচ্চ যোগ্য আবেদনকারীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে৷

সুইডেন ছাড়াও অন্যান্য ইইউ দেশগুলোও ইইউ ব্লু-কার্ড ইস্যু করে৷ সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে বিদেশি নাগরিকদের জন্য ইইউ দেশগুলো মোট ৮৯ হাজার ৩৭টি ব্লু-কার্ড ইস্যু করেছে৷

গত বছর ভারতীয়রা ইউ ব্লু-কার্ডের প্রধান সুবিধাভোগী ছিল৷ মোট ২১ হাজার ২২৮ জন এটি পেয়েছিলেন৷ দ্বিতীয় শীর্ষে রয়েছে রাশিয়া নাম৷ আর তৃতীয় অবস্থানে আছে তুরস্কের নাগরিকেরা৷

ইইউ দেশগুলো ২০২৩ সালে রাশিয়ানদের নয় হাজার ৪৮৮টি এবং তুরস্কের নাগরিকদের পাঁচ হাজার ৮০৩টি ইইউ ব্লু কার্ড ইস্যু করেছে৷

সূত্রঃ দ্য লোকাল

এম.কে
১৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ইটালি-আলবেনিয়া চুক্তি চিকিৎসা সংক্রান্ত নৈতিকতার লঙ্ঘনঃ এনজিও

অভিবাসী পাচার: ফ্রান্সে ব্রিটিশ নাগরিকের সাজা

টিভি প্রযোজক বার্নেটকে যুক্তরাজ্যের বিশেষ দূত বানালেন ট্রাম্প