TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

দাদার বিদায়ে রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি

প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘদিন পর আবারও ব্রিটিশ রাজপরিবারের সাথে একত্রিত হলেন প্রিন্স হ্যারি।

 

শনিবার (১৭ এপ্রিল) উইন্ডসরে সেন্ট জর্জেস চ্যাপেলে শেষকৃত্য অনুষ্ঠানে বড় ভাই প্রিন্স উইলিয়ামের সাথে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

ব্রিটিশ রাজপরিবার কেন্দ্রিক সংবাদমাধ্যম রয়াল সেন্ট্রালের টুইটারে প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করে। সেখানে প্রিন্স উইলিয়াম সাথে একই ফ্রেমে হেঁটে যেতে দেখা যায় প্রিন্স হ্যারিকে।

জানা যায়, ডিউক অব এডিনবারা প্রিন্স ফিলিপকে উইন্ডসরে সেন্ট জর্জেস চ্যাপেলে শায়িত করা হবে। তার কফিন বহন করা হয়েছে একটি ল্যান্ড রোভার গাড়িতে, যার নকশা প্রিন্স ফিলিপ নিজেই করেছিলেন। ইংলিশ ওক কাঠের তৈরি কফিনটি ৩০ বছরের বেশি আগে তৈরি করা হয়েছিল, যার সঙ্গে মিল রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য তৈরি করা কফিনের। ঐতিহ্যগতভাবেই রাজপরিবারের সদস্যদের এই কাঠের তৈরি কফিনে সমাহিত করা হয়। কারণ এতে মরদেহ অনেক দিন সংরক্ষিত থাকে। প্রিন্সেস ডায়ানার মরদেহও এই ধরনের কফিনে সমাহিত করা হয়েছিল, যার ওজন ছিল এক টনের চার ভাগের এক ভাগ।

 

প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ ৩০ জন অংশ নিতে পেরেছেন। আজ প্রিন্স হ্যারি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এখানে এসেছেন। তবে তার স্ত্রী মেগান আসতে পারেননি। আগত সন্তান পেটে থাকায় চিকিৎসকরা তাকে ভ্রমণ করতে নিষেধ করেছেন। তাই যুক্তরাষ্ট্র থেকেই টেলিভিশনের মাধ্যমে শেষকৃত্য অনুষ্ঠান দেখছেন তিনি।

 

১৭ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠালো স্পেন

অনলাইন ডেস্ক

ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার রহস্য খুঁজে পেয়েছে জার্মান বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

ই-বর্জ্য রিসাইকেল বাঁচাতে পারে প্রকৃতি