TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

দেড় বছর পর ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট চালু

মহামারি করোনায় দীর্ঘ দেড় বছর পর ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট বৃহস্পতিবার থেকে চালু হলো।

 

সিডিউল অনুসারে, ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি।

 

বুধবার কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহে ৫ দিন। সরাসরি ফ্লাইট প্রতি গুনতে হচ্ছে লাখ টাকার বেশি। ফ্লাইটের এই উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা।

 

কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল করোনার কারণে। স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী ওঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল।

৫ সেপ্টেম্বর মিসর এবং ৭ সেপ্টেম্বর ইন্ডিয়া থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট এসে পৌঁছেছে। কুয়েত মন্ত্রিসভা বিমানবন্দরের যাত্রী ক্ষমতা প্রতিদিন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে।

 

৯ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় কোকা-কোলা নিষিদ্ধ করল তুরস্ক

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

ওমিক্রন আতঙ্কে ইউরোপে জৌলুশহীন বর্ষবরণ