6.4 C
London
April 25, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইউক্রেনের আকাশসীমা ব্যবহার করছে না কোনো বাণিজ্যিক ফ্লাইট

রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর বাণিজ্যিক ফ্লাইটগুলো তাদের রুট ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে চলছে।

 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এভিয়েশন ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টিফোরের চিত্রগুলোতে দেখায়, ইউক্রেনের আকাশসীমায় কোনও বেসামরিক বিমান নেই।  প্রতিবেশী মোল্দোভা এবং বেলারুশের উপরে খুব কম ফ্লাইট উড়তে দেখা গেছে, যেখানে অনেক রাশিয়ান সৈন্য অবস্থান করছে। তাছাড়া রাশিয়ার আকাশসীমা ব্যবহারের উপরও কিছু নিষেধাজ্ঞা রয়েছে।

 

ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) জানায়, ইউক্রেন সীমান্তের ১০০ নটিক্যাল মাইলের মধ্যে এই দুটি দেশের আকাশসীমাও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

 

বিবিসি জানিয়েছে, কিয়েভের স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে সব ফ্লাইট স্থগিত করা হয়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, ‘বেসামরিক বিমান চলাচলে উচ্চ ঝুঁকির কারণে’ এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আয়ারল্যান্ড ভিত্তিক রায়ানএয়ার জানিয়েছে, তারা অন্তত পরবর্তী ১৪ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।

 

এদিকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। পূর্ব ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

 

২৫ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ 

আরো পড়ুন

যুক্তরাজ্য সরকারের আশ্রয়প্রার্থীদের নিয়ে বাজেট যুদ্ধ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বেকারত্বের হার ৪.২ শতাংশ

মিয়ানমারের জেনারেলদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক