TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নতুন কর্মী নেওয়া শুরু করছে যুক্তরাজ্যের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান!

নতুন গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি সংস্থা আগামী তিন মাসের মধ্যে কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন। মানব সম্পদ সংস্থা সিআইপিডির মতে, এটি গত এক বছরের মধ্যে কর্মসংস্থান সম্ভাবনার জন্য প্রথম ইতিবাচক লক্ষণ।

 

২ হাজার প্রতিষ্ঠানের উপরে জরিপ করে দেখা গেছে প্রায় ৫৬ শতাংশ প্রতিষ্ঠান ২০২১ সালের প্রথম তিন মাসে কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে হলো স্বাস্থ্যসেবা, অর্থ ও বীমা, আইসিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান।

 

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের (ওএনএস) মতে দেশের সর্বাধিক বেকারত্বের হার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ছিল ৫ শতাংশ। ২০০৯ সালের পর বেকারত্বের সর্বোচ্চ হার এটি। প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষ এখন বেকার। গত বছর একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ লাখ ১৮ হাজার বেশি।

 

ওএনএসের পরিসংখ্যান দেখা গেছে, নভেম্বর মাসে ইউকে সংস্থার পে-রোলসে ৮১৯০০০ জন শ্রমিক কম ছিল।

 

সূত্র: বিবিসি
২২ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

আর্কটিক স্ন্যাপের মুখোমুখি যুক্তরাজ্য, ঘর গরম রাখার সামর্থ্য নেই লাখো ব্রিটিশের

হাসপাতাল থেকে পালালেন ভারত ফেরত ১০ করোনা রোগী, ‘ভারতীয় ধরন’ ছড়ানোর শঙ্কা!

হিথ্রোতে নামলেই হিন্দি? ব্রিটিশ নারীর অভিযোগ ঘিরে ভারতীয় আধিপত্য বিতর্ক