24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নিলামে উঠছে পূর্ব লন্ডনের সবচেয়ে ছোট ফ্ল্যাট

একটি স্টুডিও ফ্ল্যাট, যা একটি সাধারণ পার্কিং স্পেস থেকেও ছোট, আগামী সপ্তাহে নিলামের জন্য উঠতে যাচ্ছে। বিড শুরু হবে ৫০ হাজার পাউন্ড থেকে।

 

৭৫ বর্গফুট (৭ বর্গ মিটার) ফ্ল্যাট, ক্ল্যাপটন, পূর্ব লন্ডনে, একটি ভিক্টোরিয়ান টেরেস স্টাইলের বাড়ির নিচ তলায় অবস্থিত এবং এটি ৯৯৪ বছরের লিজসহ মালিকানা বিক্রয় হবে।

 

এটি একটি বিল্ট-ইন বিছানাসহ, একটি স্টুডিও লিভিং স্পেস নিয়ে গঠিত – এটির নিচে একটি মাইক্রোওয়েভসহ – পাশাপাশি একটি ফোল্ডিং টেবিল, একটি ছোট রান্নার জায়গা এবং সিঙ্ক, শাওয়ার, এবং একটি পৃথক টয়লেট।

 

নিলামটি ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এবং পরদিন পর্যন্ত চলবে। সর্বোচ্চ বিডকারী লন্ডনের সবচেয়ে ছোট ফ্ল্যাটের মালিক হবেন৷

 

পূর্ব লন্ডনের প্রেক্ষাপটে এত কম দামে একটি ফ্ল্যাটের বিরলতার কারণে, এটি উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে।

 

১০ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

‘চলতি বছরের শেষে চালু হবে ৫-জি’

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে জন্মহার আশঙ্কাজনকভাবে কমছে, উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন

ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে মামলা করতে পারবে বাংলাদেশের শিপব্রেকার শ্রমিকরা