TV3 BANGLA
আন্তর্জাতিক

নেতানিয়াহুর পারিবারিক বাড়ির নিকটে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত, সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে, যার মধ্যে একটি বেঞ্জামিন নেতানিয়াহুর কায়সারিয়ায় অবস্থিত পারিবারিক বাড়ির কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। হাদেরা শহরের একটি বিদ্যুৎকেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার ফলে কিছু অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

ইরানের এই হামলা ছিল ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর পাল্টা জবাব। ওই অভিযানে ইসরায়েল ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা একশ’র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের হত্যা করেছে।

ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬৫০-এর বেশি। দেশটির দাবি, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা সহ্য করা হবে না।

ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলান হাইটস, গালিলি এবং পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। অনেক ক্ষেপণাস্ত্র আটকানো গেলেও কিছু হামলা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে কিছু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তেল আবিব স্টক এক্সচেঞ্জে শুরুতে ব্যাপক দরপতন ঘটলেও, দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। তবে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিমান চলাচল বিঘ্নিত হয়েছে এবং একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য এবং জার্মানির মতো দেশ ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে। তেহরান এবং তেল আবিবে কূটনৈতিক তৎপরতা আপাতত স্থগিত হয়েছে।

ইসরায়েল সতর্ক করেছে, যদি ইরান আবার হামলা চালায়, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল দ্বিতীয় কোনও হোলোকাস্ট হতে দেবে না।”

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি না, সে নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস

এম.কে
১৬ জুন ২০২৫

আরো পড়ুন

বারগ্যান্ডি রংয়ের ব্রিটিশ পাসপোর্ট দিয়ে কি ভ্রমণ করা যায়?

মারা গেছে বিখ্যাত মিম কুকুর চিমস

ভারতীয় মাদকে মৃত্যুর ঝুঁকিতে পশ্চিম আফ্রিকার লাখো যুবক