পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক অভূতপূর্ব যৌথ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যে কোনো এক দেশ আক্রমণের শিকার হলে তা অপর দেশেও আক্রমণ হিসেবে গণ্য হবে।
চুক্তির ফলে পাকিস্তান ও সৌদি আরব পরস্পরের সামরিক প্রতিরক্ষা সহযোগী হিসেবে একে অপরের পাশে দাঁড়াবে। অর্থাৎ পাকিস্তানের উপর বাইরের কোনো দেশ আক্রমণ চালালে সৌদি আরব সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। একইভাবে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান সেনা শক্তি নিয়ে এগিয়ে যাবে।
বিশ্লেষকরা বলছেন, এ চুক্তি নিঃসন্দেহে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা যোগ করল।
আন্তর্জাতিক অঙ্গনে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল না, বরং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ জিও নিউজ
এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৫