0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পাব-রেস্তোরাঁ খোলায় ‘উদযাপনের’ হাওয়া ব্রিটেনে

কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডে পাব, রেস্তোরাঁ এবং দোকান আবার খোলা হয়েছে সোমবার (১২ এপ্রিল) থেকে।

 

যুক্তরাজ্যের হেয়ারড্রেসার, বিউটি সেলুন, জিম, স্পা, চিড়িয়াখানা, থিম পার্ক, গ্রন্থাগারগুলোও আবার খু্লে দেওয়া হয়েছে।

 

দক্ষিণ ইংল্যান্ডের কিছু অংশে তুষার বৃষ্টি এবং শীতল আবহাওয়াও কারো উত্সাহ কমিয়ে দিতে পারেনি।

 

নিকোলাস হেয়ার, দক্ষিণ-পূর্ব লন্ডনের বেক্সলেহিথের কেন্টিশ বেলি পাবের মালিক বলেছেন, সোমবার( ১২ এপ্রিল) ভোর থেকে গ্রাহকদের জন্য অপেক্ষার মধ্য দিয়ে আমি ‘উদযাপনের অনুভূতি’ পেয়েছি। আমাদের জন্য এটি এক প্রকার পুনর্জন্ম।

 

রেস্তোরাঁ এবং পাবগুলোকে গ্রাহকদের খাবার এবং অ্যালকোহল সরবরাহ করার অনুমতি দিয়েছে। পাব এবং রেস্তোরাঁ আবার খোলার অনুমতি পেলেও, গ্রাহকদের বাইরে বসে খেতে হচ্ছে। ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন জানিয়েছে, পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডের কেবল ৪০ শতাংশ পাবের আউটডর সার্ভিসের জন্য খোলা জায়গা আছে। তারাই একমাত্র গ্রাহক সেবা দিতে পারছে।

 

ব্যবসায়ীরা দীর্ঘদিন পর গ্রাহকদের আবার স্বাগত জানাচ্ছেন। প্রতিদিনের জন্য কোভিড প্রশংসাপত্রের প্রয়োজনীয়তা না থাকলেও সরকার ইঙ্গিত করেছে, কেউ চাইলে ব্যক্তিগত ব্যবসায় এটি ব্যবহার করতে পারবেন।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে দায়িত্বশীলতার সাথে আচরণ করার আহ্বান জানিয়েছেন সবাইকে।

 

স্কটল্যান্ডে, ছয়টি কাউন্সিল অঞ্চলের শিক্ষার্থীরা আবার স্কুলে ক্লাস শুরু করেছে।

 

সূত্র: বিবিসি
১২ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

লন্ডনের গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ

সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্রিটিশ এমপির চিঠি

বাংলাদেশি রসনার সুঘ্রাণ ছড়ালো লন্ডনের জাঁকজমকপূর্ণ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে

অনলাইন ডেস্ক