পূর্ব লন্ডনের বেথনালগ্রিনের গ্লোব রোডে নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন এক ব্রিটিশ বাংলাদেশি নারী। ৪০ বছর বয়সী ওই নারীর নাম ইয়াসমীন বেগম এবং তিনি দুই সন্তানের মা।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২৪ মার্চ বিকালে গ্লোব রোডের রজার্স এস্টেটের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ২৪ মার্চ সকালে ইয়াসমীন তার দুই সন্তানকে বাসা থেকে ১ মিনিট হাঁটার দূরত্বের স্কুলে দিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এসময় ইয়াসমীন স্বাভাবিক ছিলেন। বিকালে স্কুল ছুটি হলে তখন আর ইয়াসমীন সন্তানদের আনতে যাননি। তারপর স্কুল থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ বাচ্চাদের নিয়ে বাসায় গিয়ে দরজায় ধাক্কা দিলেও দরজা না খোলায় পুলিশের আরেকটি টিম ও প্যারামেডিকস এসে দরজা ভেঙে দরজার মুখেই রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
তারপরই এই ঘটনায় পুলিশের বিশেষ টিম, গোয়েন্দা পুলিশ, ফরেনসিক সবাই যুক্ত হয়। পুরো এলাকা ঘিরে ফেলে। ঘটনার ৪৮ ঘণ্টা পর্যন্ত পুলিশের ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে চেষ্টা করছে ঘটনার সাথে জড়িত কে, ঘটনার মোটিভ খুঁজে বের করার জন্য।
জানা যায়, নিহত ইয়াসমীন বেগম একজন সিংগেল মাদার এবং তার দুই সন্তানের বয়স ১০ ও ৫ বছর।
২৬ মার্চ ২০২২
এনএইচ